সরকার পতনের পর ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সাধারণ মানুষও নিরাপত্তাহীন
বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে গেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত বাড়ছে চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনা। সাধারণ মানুষ এমন পর্যায়ে অনিরাপদ যে, রাতে দুই হাজার টাকা সঙ্গে নিয়েও বাইরে বের হতে ভয় পাচ্ছে। নাগরিক জীবনে ফিরেছে ভয়, অস্থিরতা আর অনিশ্চয়তা।
এই ভয়াবহ বাস্তবতার সবচেয়ে নির্মম চিত্র দেখা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ৯ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে টার্মিনালের ভেতরে দেখা যায় শতাধিক প্রবাস ফেরত রেমিট্যান্স যোদ্ধাকে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিয়েও তারা বসে ছিলেন মেঝেতে—অপেক্ষায়, কখন ভোর হবে, কখন রাস্তায় ডাকাতের ভয় না থাকলে নিরাপদে বাড়ি যেতে পারবেন।
রেমিট্যান্স প্রবাসীরাই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ আজ তারা দেশে ফিরে পাচ্ছেন না নিরাপত্তার ন্যূনতম নিশ্চয়তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে, ফলে দেশজুড়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
বিশ্লেষকরা বলছেন, সরকারের পতনের পর প্রশাসনিক শৃঙ্খলার ভাঙন ও নেতৃত্বহীনতার কারণে দেশজুড়ে একটি অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে মানুষ হারাচ্ছে আস্থা, আর বিদেশে থাকা প্রবাসীরা আতঙ্কিত হয়ে পড়ছেন দেশে ফেরার বিষয়ে।
বাংলাদেশ এখন এমন এক অনিশ্চিত সময় পার করছে, যেখানে অর্থনীতি টিকিয়ে রাখা রেমিট্যান্স যোদ্ধারাও নিজেদের মাটিতে নিরাপত্তাহীন। সাধারণ নাগরিকদের প্রশ্ন—এই ভয় ও অনিশ্চয়তার শেষ কোথায়?