
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রাজপথ মঙ্গলবার (২১ অক্টোবর) ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পদচারণায় মুখর। অবৈধ ইউনুস সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন হাজারো কর্মী-সমর্থক।
ঢাকা শহরের অন্তত ৩৫টি স্থানে মঙ্গলবার (২১ অক্টোবর) আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলো স্বতঃস্ফূর্তভাবে মিছিল বের করে। এসব মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, মুখে ছিল স্লোগান “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, দেশ বাঁচবে।”
পুলিশ কোথাও এসব মিছিলে বাধা দেয়নি। বরং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন দায়িত্বশীল ও সংযত ভূমিকায়। ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা বলেন, “আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। লাখো কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ঠেকানো সম্ভব নয়, আমাদেরও সে ইচ্ছা নেই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তৌহিদুল হক বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ঠেকাতে না পেরে এখন প্রশাসনের ওপর চাপ দেওয়া হচ্ছে, যা পুলিশের পেশাদারিত্বে আঘাত করছে।”
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এসব মিছিল আয়োজন করেন। প্রতিটি মিছিলই ছিল সুশৃঙ্খল ও উচ্ছ্বাসমুখর।
একজন মহানগর আওয়ামী লীগ নেতা বলেন, “আজকের মিছিলগুলো প্রমাণ করেছে, আওয়ামী লীগ এখনো রাজপথে আছে, জনগণের সঙ্গে আছে। আমরা অবৈধ ইউনুস সরকারের হাত থেকে দেশ ও জনগণকে মুক্ত করতে ঐক্যবদ্ধ।”
দলীয় নেতারা মনে করছেন, এ ধরনের স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের ভেতরে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং রাজনীতির মাঠে দলটিকে আরও সংগঠিতভাবে ফিরে আসার বার্তা দিয়েছে।