Insight Desk
প্রকাশ : Jun 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূসের ছত্রছায়ায় কানাডীয় প্রতিষ্ঠানের গোপন রাজনৈতিক প্রকল্পে যুক্তরাজ্যের অর্থায়ন

ছাত্রদের নেতৃত্বাধীন এক সহিংস বিদ্রোহের মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার চার মাস পর, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) কানাডাভিত্তিক একটি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় বাংলাদেশের একটি কর্মসূচি শুরুর জন্য। যার নাম দেওয়া হয় বাংলাদেশ-কোলাবোরেটিভ, অ্যাকাউন্টেবল অ্যান্ড পিসফুল পলিটিকস (বি-সিএপিপি)।

স্বাভাবিকভাবেই, এই (বি-সিএপিপি) কর্মসূচিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্ণ অনুমোদন ও আশীর্বাদ নিয়েই শুরু হয়, তবে বিষয়টি গোপন রাখা হয়েছে।

অ্যালাইনা ইন্টারন্যাশনাল নামক কানাডাভিত্তিক একটি আন্তর্জাতিক উন্নয়ন পরামর্শক প্রতিষ্ঠানকে (বি-সিএপিপি) প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটি ১১ নভেম্বর ২০২৪ সালে কাজ শুরু করে, যদিও প্রকল্পের প্রকৃত শুরুর তারিখ ছিল ৯ ডিসেম্বর ২০২৪। এই প্রকল্পটি চলবে ৩১ জানুয়ারি ২০২৮ পর্যন্ত।
নর্থইস্ট নিউজের হাতে পাওয়া নথি অনুযায়ী, এখন পর্যন্ত এ লাখ ৭৭ হাজার ২৩৩ পাউন্ড অর্থ ছাড় করা হয়েছে অ্যালাইনা ইন্টারন্যাশনালের জন্য, যারা এই প্রকল্পে "প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতা প্রদান" করছে। পুরো প্রকল্পের বাজেট নির্ধারিত হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৪৬৮ পাউন্ড।

নথি অনুযায়ী, এই প্রকল্পের লক্ষ্য ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের  সংস্কার ব্যবস্থাপনা ও কৌশলগত যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। বি-সিএপিপি এমনভাবে পরিকল্পিত হয়েছে যাতে সংস্কার প্রক্রিয়াগুলো একটি যৌক্তিক ধারাবাহিকতা অনুসরণ করে, মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতা নিশ্চিত হয়, এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য সুষ্ঠুভাবে সংগ্রহ করা যায়। সেইসাথে স্টেকহোল্ডার, মিডিয়া এবং জনসাধারণের সাথে কৌশলগতভাবে জড়িত হওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের ক্ষমতা বৃদ্ধি করা, সরকারের বর্ণনা উন্নত করা এবং ভুল তথ্য মোকাবেলা করা।

প্রকল্পের উদ্দেশ্য ছিল নাগরিক পরিসর রক্ষা, রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস, এবং সংঘাত ও সহিংসতা কমানো। বাস্তব পরিস্থিতিতে এই লক্ষ্যের খুব সামান্যই অর্জিত হয়েছে।

অ্যালাইনা ইন্টারন্যাশনাল অতীতে উইলিয়াম মরিসন নামক এক ব্যক্তির সঙ্গে যুক্ত ছিল, যার নাম ২০১৭ সালে যুক্তরাজ্যে এক বিতর্কিত বিদেশি সাহায্য কেলেঙ্কারিতে উঠে আসে। ইউনূস প্রশাসন যে অ্যালাইনা ইন্টারন্যাশনালের কোনো পেছনের তথ্য যাচাই বা সঠিকভাবে তদন্ত করেছে—তার প্রমাণ মেলেনি। প্রশ্ন উঠেছে, অ্যালাইনা ইন্টারন্যাশনালকে কি সঠিকভাবে নির্বাচন করা হয়েছিল? 

নর্থইস্ট নিউজ এই বিষয়ে ২১ জুন ইউনূসের কার্যালয়ের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার-কে ইমেইলের মাধ্যমে কিছু প্রশ্ন পাঠায়। তবে ২২ জুন দুপুর ২টা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

প্রশ্নগুলো ছিল: ১) এফসিডিও কি অ্যালাইনা ইন্টারন্যাশনাল-কে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয়কে সংস্কার ব্যবস্থাপনা ও কৌশলগত যোগাযোগে সহায়তার জন্য নিয়োগ দিয়েছে?।  ২) প্রতিষ্ঠানটিকে কবে থেকে নিয়োগ দেওয়া হয়েছে?।  ৩) অ্যালাইনা ইন্টারন্যাশনাল-এর কোন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে?। ৪) প্রতিষ্ঠানটি ঠিক কোন কোন নির্দিষ্ট খাতে সহায়তা দিচ্ছে বা দিয়েছে?। ৫) এই নিয়োগের পর থেকে কি কোনো বাস্তব ও পরিমাপযোগ্য সুফল পাওয়া গেছে?


উল্লেখযোগ্য যে, অ্যাডাম স্মিথ ইন্টারন্যাশনাল (এএসআই) নামক একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পর উইলিয়াম মরিসন মেট্রিক্সলেড নামে একটি ব্রিটিশ সফটওয়্যার কোম্পানির চেয়ারম্যান হন। এই প্রতিষ্ঠানটি বলে থাকে যে, তারা “যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফাইভ আইজ ও ন্যাটো ক্লায়েন্টদের জন্য সংবেদনশীল ও সীমিত অ্যাক্সেসযোগ্য কর্মসূচিতে কাজ করছে।”


বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় এই প্রকল্প বাস্তবায়নের জন্য অ্যালাইনা ইন্টারন্যাশনাল-কে নিযুক্ত করার কোনো সরকারি ঘোষণা প্রকাশ করেনি। লন্ডনভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ও ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের (ইবিএফ)-এর সদস্য ক্রিস ব্ল্যাকবার্ন-  সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এফসিডিও, অ্যালাইনা ইন্টারন্যাশনাল, বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় ও উইলিয়াম মরিসনের মধ্যকার সম্পর্ক নিয়ে একাধিক টুইট করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবে কি করিডোর নিয়ে বিএনপির সমর্থন আদায় করলেন ইউনূস?

1

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

2

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

3

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে

4

ভোট না দেওয়ার পাঁয়তারা করছেন ইউনূস, নতুন অস্ত্র পিআর পদ্ধতিত

5

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

6

রাষ্ট্রীয় বৈধতা পেল জঙ্গিবাদ, ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে দেখছে

7

দুদক ধ্বংসে মরিয়া ইউনূস গং

8

ইউনুস গংদের দ্বৈত নাগরিকত্বই দ্বিচারিতার মূল কারণ

9

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

10

ইউনূসের বক্তব্য যেন ভূতের মুখে রাম নাম

11

মব উস্কে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

12

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

13

উচ্চ সুদহারে ঝুঁকিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

14

ঠান্ডা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, নেপথ্যে অর্থনীতিবিদ ইউনূস

15

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

16

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

17

তবে কি আরেক পিলখানা হত্যাযজ্ঞ দেখতে যাচ্ছে বাংলাদেশ?

18

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

19

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

20