Insight Desk
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ইউনূসের বক্তব্য যেন ভূতের মুখে রাম নাম

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘকে মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াই এবং নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ এর সঙ্গে সাক্ষাৎকালে ইউনূস এই বার্তা দেন।

কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূসের এই বক্তব্য যেন “ভূতের মুখে রাম নাম”— কারণ তার প্রেস উইং থেকেই নিয়মিত ভুয়া তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।

পাঁচ বছরের ‘স্ক্রিপ্টেড সমর্থন’ নাটক: কার পেছনে কাদের হাত?

ঈদুল আজহার দিন জাতীয় ঈদগাহে এক ব্যক্তি ইউনূসকে উদ্দেশ করে বলেন, “স্যার, আপনাকে পাঁচ বছর চাই।” মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং কিছু গণমাধ্যমে এটি ফলাও করে প্রচারিত হয়।
তবে অনুসন্ধানে জানা যায়, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম এবং এনসিপির প্রচার টিমের যৌথ পরিকল্পনায় এই ভিডিও ধারণ ও প্রচার করা হয়। বিশ্লেষকদের ভাষায়, এটি ছিল স্টেজড অ্যাক্ট বা মঞ্চায়িত জনসমর্থনের একটি অভিনয়।

যেখানে সরকার ও প্রধান উপদেষ্টার প্রতি আস্থা ক্রমশ কমছে, সেখানে জনমত প্রভাবিত করতে ধর্মীয় অনুষ্ঠানকে ব্যবহার করাটা জনবিরোধী ও অনৈতিক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

‘ভুয়া সফর’, ‘মিথ্যা বৈঠক’: তথ্য বিকৃতির অভিযোগ

প্রেস সচিব শফিকুল ইসলাম ১০ জুন দাবি করেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তখন কানাডায় অবস্থান করছেন, যার ফলে ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো সূচি হয়নি। কিন্তু পরে জানা যায়, স্টারমার তখনও লন্ডনেই ছিলেন এবং সরকারিভাবে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন, যার মধ্যে ছিল পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, লন্ডন টেক উইক এবং আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠক।

এই বিভ্রান্তিকর তথ্য প্রকাশের পর দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি অনাকাঙ্ক্ষিত তথ্যগত ভুল নয়—বরং একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ। 

তিন বাহিনীকে ঘিরে ‘আইনশৃঙ্খলা’ নামে করিডোর চুক্তির প্রচেষ্টা

এর আগে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে ইউনূসের সঙ্গে তিন বাহিনী প্রধানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেস উইং দাবি করে, বৈঠকটি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য। কিন্তু অভ্যন্তরীণ সূত্র জানায়, মূল আলোচ্য ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর নির্মাণ ও তাতে সশস্ত্র বাহিনীর ‘সম্মতি’ অর্জন।

নিরাপত্তা বিশ্লেষকরা একে ‘জাতির সঙ্গে প্রতারণা’ বলে মন্তব্য করেছেন। কারণ, আইএসপিআর বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বরং এককভাবে প্রেস উইং বিভ্রান্তিকর ভাষায় বিষয়টি তুলে ধরে।

একজন সাবেক সেনা কর্মকর্তা বলেন, “বাহিনীর মতো পেশাদার প্রতিষ্ঠানের অংশগ্রহণকে এভাবে বিকৃতভাবে ব্যাখ্যা করা অত্যন্ত বিপজ্জনক।”

মব সহিংসতা ও অপশক্তির উত্থান: কারা বৈধতা দিচ্ছে?

২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মব শক্তিকে নিয়ন্ত্রণের বদলে প্রণোদনা দিচ্ছে—এমন অভিযোগও উঠেছে।

মিডিয়া রিপোর্ট ও মানবাধিকার সংস্থার তথ্যমতে, গত এক বছরে সহিংসতায় শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছেন, সাংবাদিকদের ওপর নির্যাতন বেড়েছে এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একে “হিংস্র উন্মাদনা” বলে আখ্যায়িত করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

কিন্তু আশ্চর্যের বিষয়, ইউনূসের প্রেস সচিব শফিকুল ইসলাম এই সহিংসতাকে “প্রেসার গ্রুপ” আখ্যা দিয়ে এর একটি ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

গণতন্ত্রের জন্য সংকেত: বিভ্রান্তি, অপপ্রচার এবং অবিশ্বাস

বিশ্লেষকরা বলছেন, ইউনূসের সরকার এখন একটি ‘ভুয়া সমর্থন-নির্ভর’ প্রশাসন। যেখানে ভিন্নমত দমন, মঞ্চায়িত জনমত এবং বিভ্রান্তিকর তথ্যে দখলদারিত্ব কৌশলের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে।
সাংবাদিক, নিরাপত্তা বিশ্লেষক ও নাগরিক সমাজের নেতারা বারবার প্রশ্ন তুলছেন—এই ধরনের প্রচারণা ও অপতথ্য যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকেই পরিচালিত হয়, তবে গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতা কোথায়?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

1

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

2

সেনাবাহিনীকে ধ্বংস করতে ইউনূস গংদের নিলনকশা: মুক্তি দেওয়া হচ

3

মব উস্কে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

4

তারেক-ইউনূস বৈঠকের পর বিএনপিতে বেড়েছে মব সন্ত্রাস

5

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

6

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

7

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে ফ্যাসিস্ট ইউনূসের গোমর ফাঁস

8

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

9

ড. ইউনূস সম্পর্কে বিখ্যাত লেখক আহমদ ছফার সতর্কবার্তা

10

মব সন্ত্রাসে কমেছে বিদেশি বিনিয়োগ, অর্থনীতিকে পঙ্গু করার ষড়য

11

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

12

ইউনূসের আশকারায় মবের রাজ হাসনাত, রুখবে কে?

13

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

14

উপদেষ্টা আসিফের মদদে কুমিল্লায় হিন্দু নারী গণধর্ষণের শিকার!

15

বৈষম্যবিরোধীরাই দেখাল, আন্দোলনে রোহিঙ্গা ও বিহারীদের ভূমিকা

16

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

17

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

18

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

19

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

20