Insight Desk
প্রকাশ : Jun 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

মব নিয়ে বিএনপির দ্বিচারিতা, থামছে না সন্ত্রাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানসহ দলটির বিভিন্ন নেতারা মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বললেও তারাই এই অপরাধকে উস্কে দিচ্ছে। সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন ‘মব জাস্টিস’ নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে।

আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে গত বুধবার এক বাণীতে তারেক রহমান এ কথা বলেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন, মব কালচারের মতো ঘটনা থেকে জাতিকে মুক্ত করতে হবে। তবে এসব লোক দেখানো কথা বললেও থেমে নেই বিএনপির মব সন্ত্রাস কর্মকাণ্ড। 

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে ‘মব জাস্টিস’ বা দলবদ্ধ প্রতিশোধ গ্রহণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। একাধিক ঘটনাকে কেন্দ্র করে ‘মব’ বা জনতার রোষানলের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয় এবং বারবার গণমাধ্যমের শিরোনামে উঠে আসে।

ধানমন্ডিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান-এর বাড়ি ধ্বংস এবং গাজীপুরে একজন সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ‘মব সন্ত্রাস’-এর মাত্রাকে আরও প্রকট করে তোলে। এসব ঘটনায় শুধু সরকারবিরোধী নয়, বরং ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কিছু দলের নামও আলোচনায় আসে। তবে বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের নাম এসব ঘটনায় ক্রমাগতভাবে উঠে আসছে, যা উদ্বেগজনক।

সম্প্রতি ঢাকার শেরেবাংলা নগর থানায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা ও আরও ১৮ জনের বিরুদ্ধে বিএনপির দায়ের করা মামলার পরপরই চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে। ওই দিন বিকেলে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে একদল ব্যক্তি  হুদার বাসায় গিয়ে তাকে ঘর থেকে বের করে এনে গলায় জুতার মালা পরিয়ে ও মুখে জুতা দিয়ে আঘাত করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

চাঞ্চল্যকর বিষয় হলো, হেনস্থার সময় পুলিশের উপস্থিতি ভিডিওতে দৃশ্যমান হলেও তারা হস্তক্ষেপ না করে পরে হুদাকে গ্রেফতার দেখায়। এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করে বলছে, “কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা আইন ও আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত। মব সন্ত্রাসের মাধ্যমে বিচার গ্রহণ সভ্য সমাজে অগ্রহণযোগ্য।”

বিশ্লেষকেরা বলছেন, "বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার নামে কিছু দল আইনকে পাশ কাটিয়ে এমন হীনপন্থা অবলম্বন করছে। এটি গণতান্ত্রিক চর্চার জন্য একটি বিপজ্জনক প্রবণতা।

বিশ্লেষকেরা আরও বলছেন, মব সন্ত্রাস প্রকারান্তরে রাষ্ট্রীয় ও রাজনৈতিক সঙ্কটকে আরও ঘনীভূত করে তোলে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধে আঘাত হানে।"

এই ধারারই আরেকটি ঘটনা ঘটে গত ২৯ জুন নারায়ণগঞ্জের বন্দরে, যেখানে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মহানগর বিএনপির সাবেক এক সহ-সভাপতিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিবস্ত্র করে মারধর করা হয়। সেই ভিডিও-ও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান, যিনি বিদ্যুৎকেন্দ্রের একটি ঠিকাদারি কাজ নিয়ে সৃষ্ট বিরোধের শিকার হন। তাকে প্রথমে মারধর করে পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রাজনৈতিক হিংস্রতা এখানেই থেমে থাকেনি

১৩ মে ঢাকা আদালতে শুনানি শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিচারক মমতাজ বেগমকে ধাওয়া করেন। ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-কে মারধরের চেষ্টা করা হয়।

সিলেটের জাফলংয়ে সরকারের উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ করে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, যার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এইসব ঘটনায় রাজনৈতিক সহিংসতার মাত্রা বাড়ার পাশাপাশি, দলীয় পরিচয়ের বাইরে সাধারণ নাগরিকরাও আতঙ্কিত।

বিশ্লেষকদের মতে, যদি রাজনৈতিক দলগুলো বিচার ব্যবস্থায় আস্থা না রাখে এবং নিজেরাই আইন হাতে তুলে নেয়, তবে সমাজে ন্যায়বিচারের ধারণা ক্ষতিগ্রস্ত হয়। এই প্রবণতা রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূস সম্পর্কে বিখ্যাত লেখক আহমদ ছফার সতর্কবার্তা

1

ইউনূসের পরিকল্পনায় বাংলাদেশ কী নতুন ৭১-এর মুখোমুখি

2

জঙ্গিবাদীদের আবাধ দৌরাত্ম; রহস্যজনক প্রশাসনের নীরবতা

3

তবে কি আরেক পিলখানা হত্যাযজ্ঞ দেখতে যাচ্ছে বাংলাদেশ?

4

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

5

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

6

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

7

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

8

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

9

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

10

খলিল-তারেকের গোপন বৈঠক: করিডোর ইস্যুর আড়ালে দেশ ধ্বংসের নীলন

11

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

12

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

13

৬০০ কোটি টাকার হাসপাতাল এখন জুলাই আহতদের ‘আবাসিক হোটেল’

14

ইউনূসের সরকারের অধীনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্থাপনায়

15

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

16

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

17

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

18

নসিপি ও বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে নিরাপদ নয় নারী নেত্রীরা

19

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন

20