Insight Desk
প্রকাশ : Jul 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূস গং

নিজস্ব প্রতিবেদক

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ঘটে ভয়াবহ জঙ্গি হামলা, যেখানে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হন। হামলার দায় তখন আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন আইএস দাবি করেছিল। তবে এ হামলাকে অস্বীকার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মদদপুষ্ট এই কর্মকর্তা বলেছেন, আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?”

হলি আর্টিজানে হামলার পাঁচজন অভিযুক্ত নিহত হয়। পরবর্তীতে তদন্তে বলা হয় এটি স্থানীয় ‘নব্য জেএমবি’র কাজ। হলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “বাংলাদেশে এখন জঙ্গি নেই, শুধুমাত্র ছিনতাইকারী আছে। জঙ্গি নিয়ে ভাবার প্রয়োজন নেই। রাজনৈতিক কারণে ২০১৬ সালে জঙ্গি বিষয়ক নাটক সাজানো হয়েছিল।

এছাড়া হোলি আর্টিজান হামলার স্মরণে এ বছর গুলশানে পুষ্পার্ঘ্য অর্পণের অনুষ্ঠান বন্ধ রয়েছে এবং ওই এলাকায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার দেখা গেছে। বিগত বছরগুলোতে জঙ্গি দমন কার্যক্রম পরিচালিত হলেও, সাম্প্রতিক অবস্থানে পুলিশের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এসেছে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘন ঘন ঘটে যাওয়া হামলা, ধর্মীয় উগ্রতা ও সাংস্কৃতিক নিধনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ ও বিশ্লেষকেরা। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশ আদর্শিক ও সাংস্কৃতিক সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

নারীর প্রতি সহিংসতা ও উগ্রতার পুরস্কার

চট্টগ্রামে জামায়াত নেতার মুক্তির দাবিতে বাম ছাত্রজোটের এক কর্মসূচিতে এক নারীকে প্রকাশ্যে লাথি মারার ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তি পরে জামিনে মুক্ত হয়ে ফুলেল শুভেচ্ছা পান। একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে আটক এক কর্মচারীকে জামিনের পর ‘তৌহিদী জনতা’ ফুল দিয়ে বরণ করে নেয়। বিশ্লেষকেরা বলছেন, এই প্রবণতা "উগ্রতার উৎসব"।

ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা

লালমনিরহাট-এ দুই হিন্দু নরসুন্দরকে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হেনস্তা করা হয়। পরিবার বলছে, মূলত আর্থিক বিরোধ থেকেই উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

জঙ্গিদের পালিয়ে যাওয়া ও উগ্র সংগঠনের শোভাযাত্রা

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ২০৯ জন বন্দির পালিয়ে যাওয়ার ঘটনা এবং এর আগে নরসিংদীতে সাজাপ্রাপ্ত জঙ্গিদের ছিনিয়ে নেওয়া রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। একই সময়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ঢাকায় প্রকাশ্যে 'খেলাফত মার্চ' করে—যা আইনশৃঙ্খলা বাহিনী আগাম জেনেও থামাতে পারেনি।

সুফি মাজার ও সাংস্কৃতিক স্থাপনায় ধারাবাহিক হামলা

৫ আগস্ট থেকে শুরু করে তিন মাসে দেশে অন্তত ১০৫টির বেশি সুফি মাজার-এ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হামলার শিকার হয় বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবন, জয়নুল আবেদিন গ্যালারির ভাস্কর্য, রবীন্দ্রনাথ ঠাকুর-এর কাচারি বাড়ি ও সিরাজগঞ্জের শশী লজের ভেনাস মূর্তি।

খেলাধুলা ও উৎসবেও রেষ

নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া, বসন্ত উৎসব ও বইমেলায় হামলার ঘটনা প্রমাণ করে উগ্রবাদ কেবল ধর্মীয় স্থানেই নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির প্রতিটি পরিসরেও হানা দিচ্ছে। দিনাজপুর ও জয়পুরহাটে ‘তৌহিদী জনতা’র হুমকিতে বন্ধ হয় একাধিক নারীদের ফুটবল ম্যাচ। সংঘর্ষও হয় আয়োজকদের সঙ্গে। এই দুটো ঘটনাতেই কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততার বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল স্থানীয় প্রশাসন।

বিশ্লেষকেরা বলছেন, "বর্তমান পরিস্থিতি গভীর উদ্বেগজনক।   সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি ও উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে ঘটনাগুলোকে রাজনৈতিক নাটক হিসেবে উপস্থাপন করছে। একদিকে যেখানে সংখ্যালঘু ও নারীর প্রতি সহিংসতা বাড়ছে, অন্যদিকে উগ্রবাদী গোষ্ঠীগুলো খোলা মঞ্চ পাচ্ছে, তা আমাদের সমাজের মৌলিক মূল্যবোধ ও সহিষ্ণুতা বিনষ্ট করছে। এই অবস্থায় জনসচেতনতা বৃদ্ধি এবং শক্তিশালী আইন প্রয়োগ ছাড়া দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন হবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

1

হোলি আর্টিজান হামলা ও ৯ বছর পর জঙ্গি নিয়ে বিতর্ক: সরকার কি চ

2

ঠান্ডা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, নেপথ্যে অর্থনীতিবিদ ইউনূস

3

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

4

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

5

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

6

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

7

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

8

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

9

মুক্তিযোদ্ধা ছিলাম — এই কথাটাই আজ নিষিদ্ধ করতে চাচ্ছে যারা

10

জুলাই আন্দোলন: গুজব, ষড়যন্ত্র আর দেশ বিক্রির কালো গল্প ফাঁস

11

ক্যাম্পাসের আশপাশে টহল বাড়াতে সেনাবাহিনীকে চিঠি দেবে ঢাকা বি

12

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন

13

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের খবর সঠিক নয় : জাতীয় বিশ্ববি

14

কোটার জায়গায় কোটা রইল, মেধার হলো না জেতা

15

জঙ্গি নিয়ে ইউনূসের পুলিশবাহিনীর মিথ্যাচার ফাঁস করল মালয়েশিয়া

16

রাষ্ট্রীয় বৈধতা পেল জঙ্গিবাদ, ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে দেখছে

17

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

18

৯ মাসে পুঁজিবাজারে মূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা

19

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূ

20