Insight Desk
প্রকাশ : Jul 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক স্বার্থের জাল - মানচিত্রে শকুনের থাবা।

সাইফুল ইসলাম

২০২৪ সালের ৫ আগস্ট - এই তারিখটি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন কলঙ্কের দিন হিসেবে যুক্ত হয়েছে। এই দিনে নির্বাচিত সাংবিধানিক সরকারকে হটিয়ে একপাক্ষিকভাবে ৮ আগষ্ট একটি কথিত ‘অন্তর্বর্তীকালীন সরকার’ ক্ষমতা গ্রহণ করে, যার নেতৃত্বে রয়েছেন বহুল আলোচিত সমালোচিত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বাহ্যিক কাঠামো ঠিক থাকলেও, অভ্যন্তরে নেমে আসে এক ভয়ঙ্কর অরাজকতা, রাজনৈতিক দমন-পীড়ন এবং জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপের সূক্ষ্ম কিন্তু সুসংগঠিত চক্রান্ত।

৫ আগস্ট ২০২৪-এর আগে থেকেই কিছু ‘পলিটেকনোক্র্যাট’ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সংশ্লিষ্টদের মাধ্যমে বাংলাদেশে একটি তথাকথিত ‘অরাজনৈতিক সরকার’ গঠনের পরিকল্পনা চলছিল। ওয়াশিংটনের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্তর্জাতিক খ্যাতিমান অর্থনীতিবিদ গবেষক জেফরি স্যাক্স এর সাক্ষাৎকার (Al Jazeera, Sept 2024) অনুযায়ী, এই সরকার গঠনের ক্ষেত্রে ‘মার্কিন ডীপ স্টেট’ এর ভূমিকা ছিল সক্রিয়। স্যাক্স বলেন, ‘This interim arrangement in Bangladesh is part of a quiet U.S. strategy for rebalancing regional influence, particularly after the Indian shift.’

তাঁর মতে ড. ইউনূসের নোবেল খ্যাতির আড়ালে ‘সুশীল মোড়কে মোড়া প্রজেক্ট’ চালু হয়, যার মূল লক্ষ্য ছিল - 

  • রাজনৈতিক নেতৃত্ব দুর্বল করা। 
  • জনগণের রাষ্ট্রীয় ক্ষমতা হরণ। 
  • জিও-ইকোনমিক ও জিও-পলিটিক্যাল স্বার্থ হাসিল। 

৫ আগস্টের পরপরই প্রথম যে বিষয়টি সামনে আসে তা হলো রাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণ হারানো। অধিকাংশ সচিবালয়, পুলিশ বিভাগ, এবং স্থানীয় প্রশাসন বেসামাল হয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী -

  • ২৫ আগস্ট, ২০২৪: কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে একদল বহিরাগত ‘পরামর্শদাতা’ প্রবেশ করে এবং সরকারি নথিপত্রের নিয়ন্ত্রণ গ্রহণ করে (সূত্র: গোপন প্রতিবেদন, leaked via BDLeaks).
  • ২৯ আগস্ট, ২০২৪: খুলনা অঞ্চলে পুলিশি চেকপোস্টে সরকারি কর্মকর্তাদের রেকেট চাঁদা আদায় হয় (প্রতিবেদন: The Business Standard, Sept 1, 2024)।
  • সেপ্টেম্বর, ২০২৪: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সাময়িকভাবে বেসরকারি এক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হয়—এটি ছিল এক নজিরবিহীন ঘটনা।

৫ আগস্ট পরবর্তী সময়কে অনেকে তুলনা করেছেন ২০০৭-২০০৮ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের সঙ্গে। তবে এবার পরিস্থিতি ছিল আরও ভয়ানক, যার সাথে ১৯৭১ এ পাক-হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস এর ধ্বংসযজ্ঞ মনে করিয়ে দেয়। 

  • র‌্যাবের পরিবর্তে ‘সাময়িক বাহিনী’ গঠন করা হয়, যার কোনো সাংবিধানিক স্বীকৃতি ছিল না। এই বাহিনীর হাতে ২০২৪ সালের আগস্ট-ডিসেম্বর মেয়াদে নিহত হন অন্তত ৩৪৭ জন (সূত্র: Human Rights Focus Bangladesh Report, Jan 2025)।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়।
  • গুম হন অন্তত ১২ জন রাজনৈতিক কর্মী, যাদের অধিকাংশই ছাত্র ও যুব সংগঠনের সাথে যুক্ত ছিলেন (সূত্র: Ain o Salish Kendra, Dec 2024)।

ড. ইউনূসের নেতৃত্বাধীন এই প্রশাসন জাতীয় বাজেট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যাংকিং খাতকে ধ্বংসের পথে ঠেলে দেয়। অর্থনীতিবিদ ড. সালাহউদ্দিন খান ২০২৫ সালের শুরুতে বলেন, “এই সরকার দেশের অর্থনীতিকে বেসরকারিকরণের নামে আন্তর্জাতিক লুটপাটের সুযোগে পরিণত করেছে।” (The Daily Star, Jan 2025)-

  •  বিনিয়োগ সংকট: অতি অল্প সময়ে ২৭টি বড় বিদেশি কোম্পানি তাদের বিনিয়োগ স্থগিত বা প্রত্যাহার করে নেয়।
  • ব্যাংকিং খাত: বাংলাদেশ ব্যাংকের ওপর নিয়ন্ত্রণহীন প্রভাব বিস্তার করে একাধিক এনজিও সমর্থিত পরামর্শক দল।
  • ডলার রিজার্ভ: মাত্র চার মাসে ৩.৮ বিলিয়ন ডলার কমে যায় (সূত্র: Bangladesh Bank Data, Dec 2024)।

৫ আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিকতা কার্যত বন্ধ হয়ে যায়। সংবাদপত্র, টেলিভিশন, এমনকি সোশ্যাল মিডিয়াও একটি কেন্দ্রীয় ‘মনিটরিং ইউনিট’-এর অধীনে চলে যায়। সাইবার নিরাপত্তার নামে নতুন এক ধরণের ‘ইন্টারনেট সেন্সরশিপ’ চালু হয়, যার মূল লক্ষ্য ছিল -

  • ইউনূস সরকারবিরোধী তথ্য ছড়ানো ঠেকানো ও সাবেক সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো
  • ইউনূস প্রশাসনের ব্যর্থতা লুকানো
  • কৃত্রিম জনপ্রিয়তা তৈরি করা

প্রযুক্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান AccessNow এর ২০২৫ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়: ‘Bangladesh witnessed one of the most sophisticated forms of digital surveillance in the region after August 5, 2024.’

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কিছু মার্কিন সংস্থা প্রকাশ্যে এই অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে, যদিও মাঠের বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। এটি প্রমাণ করে যে - বাংলাদেশকে একটি নিয়ন্ত্রিত উপনিবেশ বানানোর পরিকল্পনা দীর্ঘমেয়াদি। সমুদ্র সম্পদ, রোহিঙ্গা ভূখণ্ড এবং চীন-ভারত প্রতিযোগিতায় বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বই এখন প্রধান লক্ষ্য। 

ভারতের সাবেক নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন এক সেমিনারে বলেন, “The U.S. is shaping a pliant regime in Dhaka as part of its Indo-Pacific strategy.” (CSIS Seminar, Nov 2024)

দেশব্যাপী ইউনূস প্রশাসনের বিরুদ্ধে ধীরে ধীরে মানুষ জেগে ওঠে। ডিসেম্বর ২০২৪ থেকে শুরু করে জানুয়ারি ২০২৫ পর্যন্ত অন্তত ৬৮টি জেলা শহরে বিক্ষোভ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে #StepDownYunus #BackToConstitution এবং #NoToColonialGovt ট্রেন্ড করে।

বিশেষ করে শিক্ষার্থী, কৃষক এবং শ্রমজীবী সাধারণ নাগরিকরা সক্রিয় ভূমিকা রাখে।

৫ আগস্ট ছিল এক প্রকার 'ন্যাশনাল হাইজ্যাক'। রাষ্ট্রের, প্রশাসনের, অর্থনীতির এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মানুষের মুক্তি স্বাধীনতা ও স্বাধীনচিন্তার অপহরণ। এই দিন বাংলাদেশের মানচিত্রে একটি শকুনের থাবা এঁকে দিয়েছিল - যা শুধু ভূখণ্ড নয়, একটি জাতির ভবিষ্যতকে বন্দি করে নেয়।
তবে ইতিহাস বলে, চক্রান্ত যত গভীরই হোক, মানুষ যখন জাগে, তখন সব ষড়যন্ত্র ভেসে যায়। ৫ আগস্টের এই কালো অধ্যায়ও একদিন ইতিহাসে লেখা হবে ‘ব্যর্থ শকুনের গল্প’ হিসেবে - সেই দিনটির অপেক্ষায় রয়েছে এই জাতি।

তথ্যসূত্র : 

1. Al Jazeera Interview with Jeffrey Sachs, Sept 2024

2. BDLeaks – Internal Administrative Reports (leaked)

3. Human Rights Focus Bangladesh, Annual Report 2024

4. Ain o Salish Kendra, Case Files 2024

5. Bangladesh Bank, Quarterly Financial Statement (Q4, 2024)

6. The Daily Star, Jan 2025

7. CSIS Seminar on Indo-Pacific Realignment, Nov 2024

8. AccessNow: Digital Rights in South Asia, 2025

সাইফুল ইসলাম: লেখক, কলামিস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

1

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

2

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

3

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

4

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

5

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

6

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূ

7

নসিপি ও বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে নিরাপদ নয় নারী নেত্রীরা

8

মন্দির অপসারণ না হলে ভেঙে ফেলার হুমকি মুসল্লীদের

9

হোলি আর্টিজান হামলা ও ৯ বছর পর জঙ্গি নিয়ে বিতর্ক: সরকার কি চ

10

ইউনূসের বক্তব্য যেন ভূতের মুখে রাম নাম

11

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

12

বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগজিন শনাক্ত

13

আসিফের ব্যাগ থেকে পাওয়া গেছে একে-৪৭ এর অ্যামোনেশন ম্যাগজিন

14

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

15

বৈষম্যবিরোধীরাই দেখাল, আন্দোলনে রোহিঙ্গা ও বিহারীদের ভূমিকা

16

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

17

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

18

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

19

৯ মাসে পুঁজিবাজারে মূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা

20