Insight Desk
প্রকাশ : Jun 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

উপদেষ্টা আসিফের মদদে কুমিল্লায় হিন্দু নারী গণধর্ষণের শিকার!

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বী এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতন করে একটি দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি এই ঘটনার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে অভিযোগে আঙুল তুলেছেন তিনি। 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, "আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতাহানী ও নির্যাতন এক নির্মম কলঙ্কজনক ঘৃণ্য ঘটনা। এই বর্বরোচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত ও মর্মাহত করেছে। অথচ একটি কুচক্রী মহল এই কাপুরোষিত ন্যাক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর ধারাবাহিকতা এখনও চলছে। ঐ এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুস্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। আর এ ক্ষেত্রে তারা দেশ-বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্মসেবাতেই ব্যস্ত থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, নারী নির্যাতনকারী অপরাধীদের কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা মানবসভ্যতার শত্রু, আমি অবিলম্বে হিন্দু ধর্মাবলম্বী প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনকারী দুষ্কৃতিকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি।”

এদিকে কুমিল্লার মুরাদনগরে একজন নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জামায়াত শিবির চক্র বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। রোববার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি এই কথা বলেন।

আসিফের সঙ্গে হিজবুত তাহরীর ও শিবির সম্পর্কের খবর নতুন নয়। অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন তার ফেসবুক জানান, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্তমান প্রশাসক মোহাম্মদ এজাজ। আর এই এজাজকে নিয়োগ দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদই। এজাজ ছাত্র জীবনে ইসলামি ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ২০০২ সাল থেকে হিজবুত তাহরীরের সাথে জড়িত হন।

অপরদিকে আসিফের বিরুদ্ধে নানা অভিযোগে গত এপ্রিল মাসে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল হয়। ওই মিছিলে পুলিশ বাধাও দেয়। এ সময় বক্তারা বলেন, ‘তারা আন্দোলন করেছিলেন বাক্‌স্বাধীনতার জন্য; কিন্তু মুরাদনগরে তারা তা দেখতে পাচ্ছেন না। আসিফ মাহমুদের বিরুদ্ধে ঢাকায় আন্দোলন হলেও প্রশাসন বাধা দেয় না। তাহলে মুরাদনগরে বাধা কেন? মুরাদনগর আসিফ মাহমুদের নিজের উপজেলা বলে? জুলাই-আগস্টে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হলেও আসিফ মাহমুদের মতো কিছু উপদেষ্টা চেয়ারে বসে দুর্নীতি করে বেড়াচ্ছেন। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চাই।

বিতর্ক পিছু ছাড়ছে না আসিফের 

সম্প্রতি বিএনপি অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তারা মনে করে, এই ব্যক্তিদের উপস্থিতি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। এই উপদেষ্টারা হলেন- যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ নিয়ে রাজপথে আটকিয়ে আন্দোলনও করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এসব উপদেষ্টাদের পদত্যাগ ও নির্বাচনের তারিখ নিয়ে যখন বিএনপি রাজপথ নিয়ন্ত্রণে নিতে চাইছিল তখনই পদত্যাগের নাটক সাজান অধ্যাপক ইউনূস। এই নাটকও মঞ্চস্থ করান এনসিপির নেতা নাহিদ ইসলামকে দিয়ে। এমন পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। সেখানেও উপস্থিত ছিলেন আসিফ। যা নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিতর্ক। 

দৃশ্যপটের পরিবর্তন হয়ে যায় লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর। এই বৈঠকের পর থেকেই বিএনপি আর মাঠে নেই। তারা এখন দেশের স্বার্থকে না দেখে প্রধান উপদেষ্টার ইউনূসের প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে। 

উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তদবির, টেন্ডার–বাণিজ্যসহ অনিয়মের মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযোগের বিষয়ে আরও যাচাই-বাছাই করা প্রয়োজন হওয়ায় তার বিদেশ যাওয়া এবং এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়ক টিমে ১৭ নম্বর সমন্বয়ক ছিলেন মোয়াজ্জেম হোসেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর উপদেষ্টা পরিষদে যুক্ত হন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপদেষ্টা হওয়ার পর নিজের বিশ্ববিদ্যালয়ের বন্ধু মোয়াজ্জেমকে সহকারী একান্ত সচিব হিসেবে বেছে নিয়েছিলেন আসিফ। 

বিশ্লেষকরা বলছেন, মন্ত্রী বা উপদেষ্টারা তাদের ব্যক্তিগত সহকারী বা এপিএসের মাধ্যমেই তাদের দুর্নীতিগুলো করে থাকেন। যাতে তারা ধরাছোঁয়ার বাইরে থাকেন। আসিফ ও তার বন্ধু মোয়াজ্জেমকে দিয়েই কাজটি করিয়েছেন। ধরা পড়ার শঙ্কায় পরে তাকে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

গত ২৩ এপ্রিল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অভিযোগ উত্থাপন করেন যে, আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন একটি সরকারি ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন।

পোস্টে তিনি একটি লাইসেন্সের ছবি সংযুক্ত করে দাবি করেন, “স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (কুমিল্লা) নির্বাহী প্রকৌশলী ১৬ মার্চ এই লাইসেন্স ইস্যু করেন।”

সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি অনুসারে, বিষয়টি নিশ্চিত করতে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুরুতে এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি বিষয়টি যাচাই করে জানান, “লাইসেন্সটি সত্য, তবে এটি তার জ্ঞাতসারে হয়নি। স্থানীয় এক ঠিকাদারের প্ররোচনায় তার শিক্ষক পিতা লাইসেন্সটি নিয়েছেন এবং এখনও পর্যন্ত সেটি কোনো কাজে ব্যবহৃত হয়নি।”

তবে প্রশ্ন উঠছে, একজন মন্ত্রণালয়ের উপদেষ্টার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় এই লাইসেন্স গ্রহণ প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ এবং নিরপেক্ষ ছিল। বিশ্লেষকেরা বলছেন—এটি একটি ‘নৈতিক সংঘাত’ হিসেবে বিবেচিত হতে পারে

সবশেষ আজ রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে থাকা ব্যাগে একটি অ্যামোনেশন ম্যাগজিন উদ্ধার হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ম্যাগজিনটি শনাক্তের পর আসিফ মাহমুদ বিষয়টিকে ‘ভুলবশত লাগেজে চলে এসেছে’ বলে ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। পরে তিনি ম্যাগজিনটি প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন।"

এই ঘটনার প্রেক্ষিতে ৫ আগস্টের রাজনৈতিক পালাবদল ও জুলাই আন্দোলনের সময় ব্যবহৃত ৭.৬২ রাইফেল ও স্নাইপার নাইট্রো রাইফেল-এর ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন একসময় উল্লেখ করেছিলেন, জুলাই আন্দোলনে সাধারণ নাগরিকের হাতেও এই ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। এরপরই তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, চলতি মাসের শুরুতে নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী সোহান মোল্যা (২৬) নামের এক শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করে। সেই রাইফেলের ব্যবহার জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ছিল, এমনটিও জানায় সংশ্লিষ্ট সূত্র। এই প্রেক্ষাপটে আসিফ মাহমুদের ব্যাগ থেকে অ্যামোনেশন ম্যাগাজিন উদ্ধারের বিষয়টি নিছক 'ভুল' নাকি এর পেছনে গভীর কোনো সংযোগ আছে—তা নিয়ে তদন্তকারীদের নজর বাড়ছে।

বিশ্লেষকেরা বলছেন, যেকোনো সরকারের উপদেষ্টার বিরুদ্ধে যদি লাগাতার অভিযোগ আসে—তা সেটা মানবাধিকার লঙ্ঘন হোক কিংবা প্রশাসনিক অসদাচরণ—তাহলে সেই অভিযোগ যথাযথভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। কারণ উপদেষ্টারা নীতিনির্ধারণে সরাসরি না থাকলেও প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কুমিল্লায় সংখ্যালঘু নারী নির্যাতনের ঘটনাটি যেমন মানবিক এবং সামাজিকভাবে অত্যন্ত স্পর্শকাতর, তেমনই এর সঙ্গে কোনো রাজনৈতিক ফিগারের নাম জড়ালে তদন্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ আসছে, আবার পাল্টা প্রচারও দেখা যাচ্ছে—এই বিভাজন গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে।

একইসঙ্গে বিমানবন্দরে ম্যাগজিন বহনের মতো ঘটনার ব্যাখ্যা ‘ভুলবশত’ বলে মেনে নিলেও, এর গভীরে নিরাপত্তা ও নৈতিকতা—উভয় প্রশ্ন জড়িত। সুতরাং, এইসব ঘটনা উপেক্ষা করা নয়, বরং যথাযথ তদন্ত ও স্বচ্ছ জবাবদিহির মাধ্যমে এর সমাধান প্রয়োজন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

1

দুদক ধ্বংসে মরিয়া ইউনূস গং

2

মব পেল বৈধতা, ইউনূসের নেতৃত্বে রক্তাক্ত বাংলাদেশ

3

আসিফের ব্যাগ থেকে পাওয়া গেছে একে-৪৭ এর অ্যামোনেশন ম্যাগজিন

4

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে

5

মবকে বৈধতা দিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

6

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

7

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

8

সেবা নিতে হয় ঘুষ দিয়ে, মত প্রকাশেও শ্বাসরোধ

9

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন

10

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

11

উপদেষ্টা আসিফের মদদে কুমিল্লায় হিন্দু নারী গণধর্ষণের শিকার!

12

রাষ্ট্রীয় বৈধতা পেল জঙ্গিবাদ, ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে দেখছে

13

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

14

তিন বাহিনীকে নিয়ে জাতির সঙ্গে ইউনুসের প্রেস উইংয়ের মিথ্যাচ

15

কোটায় অস্ত্রের লাইসেন্স আসিফ মাহমুদের?

16

জঙ্গি রাষ্ট্রায়নের নেপথ্যে ইউনূস-জিয়া-হাসিনুর ও এনসিপির ভূ

17

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

18

ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর তিন ব্রিগেডিয়ার, গন্তব্য আরাকান

19

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

20