Insight Desk
প্রকাশ : Jun 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপিকে জলাঞ্জলি দিয়ে এসেছে তারেক, গেইনার শুধুই ইউনুস

নিজস্ব প্রতিবেদক

কয়েকদিন আগেও করিডোর-বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার বিরোধিতা ও নির্বাচনের দাবি জানিয়ে মাঠে ছিল বিএনপি। তখন দলটি নিরাপত্তা উপদেষ্টা (খলিলুর রহমান) এবং দুজন ছাত্র উপদেষ্টার (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম) পদত্যাগও চায়। বিএনপি জানায়, এই উপদেষ্টাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। তবে দৃশ্যপটের পরিবর্তন হয়ে যায় লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর। এই বৈঠকের পর থেকেই বিএনপি আর মাঠে নেই। তারা এখন দেশের স্বার্থকে না দেখে প্রধান উপদেষ্টার ইউনূসের প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে। 

লন্ডনে চলতি মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী এক বৈঠকে মিলিত হন। আর আশ্চর্যের বিষয়, বৈঠকের আগে সেই বিতর্কিত খলিলুর রহমানই তারেক রহমানকে বরণ করে নেন এবং বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বক্তব্য দেন।

ড. খলিলুর রহমান একজন মার্কিন নাগরিক যিনি অস্থায়ী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছেন। বিএনপি দীর্ঘদিন ধরে তাকে করিডোর পরিকল্পনায় মূল ষড়যন্ত্রকারী বলে দাবি করে আসছে। অথচ তারেক রহমানের সঙ্গে বৈঠকে ইউনূস তাকেই সঙ্গে রাখেন এবং আলোচনার মূল ব্যক্তি হিসেবে উপস্থাপন করেন। 

এর আগে  গতমাসে রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা নির্বাচন কমিশন পুনর্গঠন এবং গণপরিষদ নির্বাচনের রোডম্যাপ দাবিসহ কয়েকটি বিষয়ে জোর দিয়েছেন। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। অথচ এই সজীব ভূঁইয়াকে নিয়েও আপত্তি ছিল বিএনপির। যখনই বিএনপি কোনো উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলেছেন তখনই ইউনূস তাদের সঙ্গে বিএনপির সমঝোতা করাতে ব্যস্ত হয়েছে। 

সূত্র বলছে, এটি ছিল ইউনূসের পূর্বপরিকল্পিত কৌশল। বিএনপিকে বিভ্রান্ত করে দেশ ধ্বংসের নীরব সম্মতি আদায় করতে তিনি এমনটি করেছেন। এমনকি সংবাদ সম্মেলনেও খলিলুর রহমানকে উপস্থাপন করে দেখানোর চেষ্টা করা হয়, বিএনপির আর বর্তমান প্রশাসনের মধ্যে কোনও বিরোধ নেই। ইউনূস নিজেকে মধ্যস্থতাকারী দেখিয়ে, বিএনপিকে আলোচনায় বসিয়ে আসলে একটি অনির্বাচিত ব্যবস্থাকে দীর্ঘায়িত করার পথ তৈরি করছেন। 

এদিকে বিএনপি মাঠে না থাকায় এখন আবার সেই স্থানীয় নির্বাচন ও গণপরিষদের নির্বাচনের দাবি তুলেছে জামায়াত ও এনসিপি।বিশ্লেষকদের মতে, বিএনপিকে মাইনাস করে ইউনূস তার পছন্দের দলকে ক্ষমতায় আনতে চাইছে। 

সম্প্রতি জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রধান উপদেষ্টা টেলিফোনে জামায়াতের আমিরকে আশ্বস্ত করেছেন যে তাদের কোনোভাবে কোনো দলের প্রতি অনুরাগী নেই। প্রধান উপদেষ্টা জামায়াত আমিরকে বলেছেন, 'আমি পরিপূর্ণ একজন নিরপেক্ষ মানুষ, আপনারাও আমাদের পছন্দের মানুষ, আমি প্রমাণ করব।

সম্প্রতি ইউটউবে মানচিত্র নামে এক টকশোতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেন, এনসিপি ছাড়া ড. ইউনূসের আরেকটি দল জামায়াতে ইসলামী।

বিশ্লেষকেরা বলছেন, নিজের পছন্দের দলকে ক্ষমতায় বসানোর জন্য এমন পাঁয়তারা করছে ইউনূস। ইউনূস যেভাবে জামায়াত ও এনসিপির সঙ্গে যোগাযোগ করছেন এবং বিএনপিকে নিরুৎসাহিত করছেন, তাতে বোঝা যায় তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে ক্ষমতা ভাগাভাগির এক নতুন ধারা তৈরির চেষ্টা করছেন।

এক বিশ্লেষক বলেন,  ইউনূস মূলত একটি ‘কুলিং অফ’ পলিটিক্স করছেন—বিরোধী দলগুলোকে মাঠ থেকে সরিয়ে রেখে জনগণকে বিভ্রান্ত করছেন যে, তিনি সব পক্ষের সম্মতিতে সমাধান করছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটিই একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

সংশ্লিষ্টরা বলছেন, ইউনূস নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করলেও তার পদক্ষেপগুলো একটি পরিকল্পিত অনির্বাচিত ব্যবস্থার পথে দেশকে ঠেলে দিচ্ছে। বিএনপিকে মাঠছাড়া করা সেই পরিকল্পনারই অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদের আস্ফালন

1

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর সন্ত্রাসী হামলা

2

মন্দির অপসারণ না হলে ভেঙে ফেলার হুমকি মুসল্লীদের

3

তবে কি করিডোর নিয়ে বিএনপির সমর্থন আদায় করলেন ইউনূস?

4

ড. ইউনূস সম্পর্কে বিখ্যাত লেখক আহমদ ছফার সতর্কবার্তা

5

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: রাজশাহীতে এইচএসসির একটি প্রশ

6

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

7

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

8

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

9

ইউনূস সরকারের ছত্রছায়ায় জঙ্গিবাদে শিশু-কিশোররাও, দেশে বাড়ছে

10

ইউনূসের মদদে ছাত্রনেতাদের চাঁদাবাজি ও দুর্নীতির রাজত্ব; রুখব

11

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

12

ইউনূসের নেতৃত্বে হাঁটুভাঙা প্রতিষ্ঠানে পরিণত দুদক

13

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

14

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

15

ক্যাম্পাসের আশপাশে টহল বাড়াতে সেনাবাহিনীকে চিঠি দেবে ঢাকা বি

16

মব ভায়োলেন্সে প্যারালাইজড বাংলাদেশের গণমাধ্যম

17

স্থানীয় ষড়যন্ত্র ও গোপন মার্কিন অভিযানের ফল ৫ আগস্ট

18

মব পেল বৈধতা, ইউনূসের নেতৃত্বে রক্তাক্ত বাংলাদেশ

19

ইউনূসের আমলে সুইস ব্যাংকে রেকর্ড অর্থ জমা, বেড়েছে ৩৩ গুণ

20