নিজস্ব প্রতিবেদক
সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদে খুন হয়েছেন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক। শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তেলিরাই গ্রামের মরহুম মৌলুল হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো রাজ্জাক সাহেব বাসার ছাদে হাঁটতে যান। সকাল ৯টার দিকে তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করলে ছাদে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোর ৬টা থেকে ৯টার মধ্যে কেউ বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
স্থানীয় জনগণের অভিযোগ, ২০২৪ সালের আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েছে। তারা দাবি করেন, এসব ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ।
মন্তব্য করুন