নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের সদর রোড এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সম্প্রতি বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর একের পর এক হামলা, হত্যা, লুটপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নেতা-কর্মীদের নিখোঁজ ও হত্যার ঘটনা। কেকার মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।
পুলিশ বলেছে, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও, বিস্তারিত তদন্তের পর পরিস্কার চিত্র পাওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য করুন