Insight Desk
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোহাম্মদ নাঈম শেখ। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন বাঁহাতি ওপেনার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন কুমার দাসও ওয়ানডেতে জায়গা ফিরে পেলেন।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার ১৬ জনের দল ঘোষণা করে বিসিবি। নিয়মিত অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এটিই হবে বাংলাদেশের প্রথম সিরিজ।
নাঈম, লিটন ছাড়াও স্কোয়াডে ফিরেছেন শামীম হোসেন ও হাসান মাহমুদ। ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়া দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে ছাড়াও প্রথম সিরিজ এটি। চোট থেকে সেরে উঠলেও সৌম্য সরকারকে দলে ফেরাতে আরও কিছুটা সময় নিতে চান নির্বাচকরা। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

দলে ফেরা নাঈম এখনও পর্যন্ত ৮ ওয়ানডে খেলে রান করেছেন ১৩.৫৭ গড়ে ৯৫। স্ট্রাইক রেট ৬০.৫০। সবশেষ ম্যাচটি খেলেছেন তিনি ২০২৩ এশিয়া কাপে।

এরপর ঢাকা প্রিমিয়ার লিগের গত দুই আসরে পাঁচশর বেশি রান করেন তিনি। ২০২৪ সালের লিগে ১ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে করেন ৫৩৬ রান।

চলতি বছরের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ইনিংসে ২টি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার সংগ্রহ ছিল ৬১৮ রান। স্ট্রাইক রেটের উন্নতি ছিল চোখে পড়ার মতো, ১২১.৮৯। নিরেট পরিসংখ্যানের বাইরে তার ব্যাটিংয়ের ধরনেও দেখা গেছে পরিবর্তন। দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনও বললেন, ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের খেলার ধরনে উন্নতির ছাপ দেখেছেন তারা।

নাঈমের মতোই ২০২৩ এশিয়া কাপে সবশেষ ওয়ানডে খেলেছেন শামীম। লোয়ার মিডল-অর্ডারে মাহমুদউল্লাহর অবসরে তার সামনে এখন আবার ওয়ানডে খেলার সম্ভাবনা। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে দলের নিয়মিত মুখ ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছিলেন লিটন। এই সংস্করণে সবশেষ ৮ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৩৫ রান। সম্প্রতি টি-টোয়েন্টির নেতৃত্ব পাওয়ার পর এবার ওয়ানডেতে নতুন শুরুর সুযোগ অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানের।

লিটনের মতো হাসানও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গী হতে পারেননি। তাসকিন আহমেদের অ্যাঙ্কেলের সমস্যা থাকায় ওয়ার্কলোড বিবেচনা করে বাড়তি পেসার নেওয়া হয়েছে দলে। তাই সুযোগ মিলেছে ২৫ বছর বয়সী পেসারের।

গত এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার টেস্ট দলে ডাক পান তানভির। এবার ওয়ানডেতেও সুযোগ পেলেন ৬টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি স্পিনার। প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ১৩ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি।
গত মাসে ঘরের মাঠে নিউ জিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ২ ম্যাচে ৫ উইকেট পান ২৮ বছর বয়সী স্পিনার। নাসুমের জায়গায় তানভিরকে নেওয়ার কারণ জানাতে গিয়ে দুই বাঁহাতি স্পিনারকে 'ঘুরিয়ে-ফিরিয়ে' খেলানোর কথা বলেন প্রধান নির্বাচক।

ঘরোয়া ক্রিকেটে ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও সুযোগ পাননি নুরুল হাসান সোহান। লিটন ফেরায় দলে আর কোনো কিপার-ব্যাটসম্যানের প্রয়োজন তারা দেখেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচক।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ২ জুলাই শুরু ওয়ানডে সিরিজ। একই মাঠে ৫ তারিখ সিরিজের দ্বিতীয় ম্যাচ। পরে পাল্লেকেলেতে ৮ জুলাই শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলি, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।

দলে ফিরলেন: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ

অবসর: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ

চোট: সৌম্য সরকার

বাদ: নাসুম আহমেদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

1

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

2

চোট থেকে ফেরার পথে বাংলাদেশের পেস ত্রয়ী

3

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

4

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

5

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

6

ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস: গুজব-মব দিয়ে রাষ্ট্রপতিকে সরাতে চা

7

অন্তর্বর্তী সরকারের ১০ মাসে আইপিওশূন্য পুঁজিবাজার

8

ডিএমপি কমিশনার ফের প্রমাণ করলেন, জঙ্গিদের মদদেই ক্ষমতায় ইউনূ

9

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

10

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

11

মুক্তিযোদ্ধা ছিলাম — এই কথাটাই আজ নিষিদ্ধ করতে চাচ্ছে যারা

12

নসিপি ও বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে নিরাপদ নয় নারী নেত্রীরা

13

সেবা নিতে হয় ঘুষ দিয়ে, মত প্রকাশেও শ্বাসরোধ

14

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

15

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

16

নারী কেলেঙ্কারি নিয়ে নিশ্চুপ বিতর্কিত মার্কিন নাগরিক আলী রিয়

17

দুদক ধ্বংসে মরিয়া ইউনূস গং

18

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

19

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

20