Insight Desk
প্রকাশ : Jun 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

ইংল্যান্ডের বিপক্ষে চলমান হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে ফাইফার পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তবে এর আগে লম্বা সময় তিনি দলের বাইরে ছিলেন। মূলত  চোটের কারণেই তাকে পায়নি ভারত। সেই সময়ে তাকে নিয়ে নানা নেতিবাচক খবর হয়েছে গণমাধ্যমে। এমনকি অনেকে সমালোচনাও করেছেন তার। তবে বুমরাহ জানিয়েছেন, এসব সমালোচনা কখনোই পাত্তা দেন না তিনি।

হেডিংলি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বুমরাহ বলেছেন, 'লোকে কী লিখছি, তা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তাদেরকে এটাও শেখাতে পারি না যে, আমাকে নিয়ে কোনটি লেখা উচিত, কোনটি নয়। যার যা ইচ্ছা লিখতে পারে। আমি বুঝি, আমাদের দেশে ক্রিকেট খুবই জনপ্রিয় এবং এটাও বুঝি যে, শিরোণামে আমার নাম ব্যবহার করলে লোকে দেখবে বেশি।'

'তবে দিনশেষে, আমি এসবকে পাত্তা দেই না। কারণ, এগুলোকে মাথায় ঢুকতে দিলে আমিও এসব বিশ্বাস করতে শুরু করব। আমি কোন পথে এগোব, এটা নির্ধারণের জন্য নিজের বিশ্বাস ও পথ জরুরি আমার জন্য। অন্যরা আমাকে কীভাবে খেলতে দেখতে চায়, তা গুরুত্বপূর্ণ নয়।'-যোগ করেন তিনি।

ভারতের হয়ে খেলাকেই সবসময় প্রথম পছন্দ রাখেন বুমরাহ। তিনি বলেন, 'ভারতের হয়ে সবসময়ই খেলতে চেয়েছি আমি। নিজের বিশ্বাসে ভর করেই খেলেছি। প্রতিটি সংস্করণেই নিজের বিশ্বাস দিয়ে খেলেছি। লোকের কাছ থেকে সবসময় ‘না’ শুনেছি আমি। শুরুতে তারা বলত, ‘তুমি খেলতে পারবে না।’ এরপর বলত, ‘স্রেফ ছয় মাস টিকবে তুমি।’ পরে বলেছে, ‘আট মাস মোটে টিকবে তুমি।’ এসব শুনতে শুনতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর কাটিয়ে দিলাম। ১২-১৩ বছর ধরে আইপিএলে খেলছি।'

'এমনকি এখনও লোকে বলছে, এই চোটই আমাকে শেষ করে দেবে। অপেক্ষা করতে থাকুন, আমার এসব নিয়ে চিন্তাও নেই। প্রতি তিন-চার মাস পরই শিরোনাম বানানো হবে। কিন্তু দেখা যাক, ভাগ্যে যতদিন আছে, খেলে যাব। আমি সম্ভাব্য সেরা প্রস্তুতি নেই, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দেই। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা সঙ্গী করে এগিয়ে যেতে চাই, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।'-যোগ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রজার রহস্যে মুখে কুলুপ খলিলুরের, নাগরিকত্ব বিতর্কে দেশজুড়ে

1

ক্যাম্পাসের আশপাশে টহল বাড়াতে সেনাবাহিনীকে চিঠি দেবে ঢাকা বি

2

পরিবর্তন হলো মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের শপথ

3

বিএনপিকে জলাঞ্জলি দিয়ে এসেছে তারেক, গেইনার শুধুই ইউনুস

4

আন্তর্জাতিক সহায়তা বিতর্কে ইউনুসের অন্তর্বর্তী সরকার

5

কাফনের কাপড় পরে এনবিআরে ফের কলম বিরতি

6

মব নিয়ে বিএনপির দ্বিচারিতা, থামছে না সন্ত্রাস

7

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

8

রাষ্ট্রীয় বৈধতা পেল জঙ্গিবাদ, ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে দেখছে

9

ঠান্ডা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, নেপথ্যে অর্থনীতিবিদ ইউনূস

10

মব সন্ত্রাসে কমেছে বিদেশি বিনিয়োগ, অর্থনীতিকে পঙ্গু করার ষড়য

11

ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর তিন ব্রিগেডিয়ার, গন্তব্য আরাকান

12

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

13

বাংলাদেশে চলছে চাঁদাবাজি, ধর্ষণ, ডাকাতি ও মবের রাজত্ব

14

মব উস্কে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

15

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

16

সেনাবাহিনীকে ধ্বংস করতে ইউনূস গংদের নিলনকশা: মুক্তি দেওয়া হচ

17

চাইলাম কি আর পাইলাম কি—এই তো লাল স্বাধীনতা

18

অভ্যন্তরীণ ফ্যাসিবাদ, দুর্নীতির অভিযোগে এনসিপি ও বৈছাআ থেকে

19

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

20