যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাইভেটকারে হামলা, আহত ৫
ইউনূসের বাংলাদেশে যেন চলছে ডাকাতি করবার আবাধ স্বাধীনতা। এরই মধ্যে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটে ঘটে দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা। অস্ত্রধারী ১৪-১৫ জনের একটি দল প্রকাশ্যে একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায় এবং লুটপাট করে। এ সময় গাড়ির চালক ও দুই নারীসহ পাঁচজন আহত হন।
ঘটনার পরপরই এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে ডাকাতরা প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে। এ নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডাকাত দলের সদস্যদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের পরনে হাঁটু পর্যন্ত তোলা লুঙ্গি থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। প্রত্যেকের হাতে ছিল তিন-চার ফুট লম্বা রামদা ও দেশীয় অস্ত্র। তারা গাড়ির কাচ ভেঙে যাত্রীদের ওপর হামলা চালায় এবং মূল্যবান মালামাল লুট করে। পরে তারা পাশের ধানক্ষেত দিয়ে অন্ধকারে পালিয়ে যায়।
ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী ফজলে রাব্বি, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, জানান—তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। পথে কড্ডার মোড়ে হঠাৎ দেখেন একদল ডাকাত প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনাস্থলের আশেপাশে প্রশাসনের তৎপরতা থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে—সড়কপথে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা আছেন, তারা আদৌ জনগণের নিরাপত্তা নিশ্চিত করছেন কি না।
এ ঘটনায় মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সড়কের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন