নিজস্ব প্রতিবেদক
রোববার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার সময় সাংবাদিকদের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম জানান, তিনি কার্যালয়ে অবস্থান করছিলেন, কিন্তু কয়েকজন নেতাকর্মী হঠাৎ তার ওপর চড়াও হয়ে মোবাইল ভেঙে ফেলেন, প্রেস কার্ড কেড়ে নেন এবং মারধর করে বাইরে বের করেন।
ঘটনার সময় ডেইলি স্টার, নয়া দিগন্ত ও জাগো নিউজের সাংবাদিকরাও একইভাবে হেনস্তার শিকার হন। উপস্থিত সাংবাদিকরা বলেন, রাজনৈতিক দলের কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা, মোবাইল ভাঙচুর এবং পরিচয়পত্র কেড়ে নেওয়া সব আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এ ঘটনা শুধুই সাংবাদিকদের ওপর সীমাবদ্ধ থাকছে না। স্থানীয়রা জানান, বিএনপি নেতা ও কর্মীরা সাধারণ জনগণের ওপরও চাঁদাবাজি ও হুমকি প্রদর্শন করছে, যা আইন-শৃঙ্খলা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ঘটনার “দুঃখজনক” হিসেবে মন্তব্য করেছেন এবং দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটি দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মন্তব্য করুন