নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন দল স্থগিত করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সেখানেই কামাল জামান মোল্লারের নামও ছিল। তবে পরদিনই তার মনোনয়ন স্থগিতের সিদ্ধান্ত নেয় দলটি।
দলীয় সূত্র মনোনয়ন স্থগিতের কারণ প্রকাশ না করলেও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াটিই মূল কারণ। ভিডিওতে দেখা যায়, তিনি বলেন: “আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন। তারেক রহমান জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, জয় বাংলা।” এরপর তিনি জিহ্বায় কামড় দেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কিছুক্ষণ পরেই দলীয়ভাবে মনোনয়ন স্থগিতের খবর নিশ্চিত হয়।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ই ‘জয় বাংলা’ স্লোগান ছিল মুক্তিযোদ্ধাদের মূল সংগ্রামধারা ও জাতীয় চেতনার প্রতীক। তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, বিএনপির পদক্ষেপ কি দলের এখনো মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী হওয়ার প্রতিফলন, নাকি দলটি নতুন কোনো রাজনৈতিক ধারা অনুসরণ করছে যা মুক্তিযুদ্ধের ঐতিহ্য থেকে দূরে?
স্থানীয় ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল করা দৃষ্টিকোণ থেকে বিতর্কিত। এটি বিএনপির রাজনৈতিক মূলনীতি ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নতুনভাবে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন