Insight Desk
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির টাকায় চলছে এনসিপির রাজনৈতিক খেলা

নিজস্ব প্রতিবেদক

নৈতিকতা ও গণঅভ্যুত্থানের রাজনীতির কথা বলে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন চাঁদাবাজি, অর্থ কেলেঙ্কারি ও অস্বচ্ছ অর্থব্যবস্থার অভিযোগে বিতর্কের কেন্দ্রে। দলটির রাজনৈতিক কার্যক্রমে বিপুল অর্থ ব্যয়ের উৎস ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, যা তাদের ঘোষিত আদর্শ ও নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

সাম্প্রতিক সময়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চাঁদাবাজির অভিযোগ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ অনুযায়ী, পদযাত্রার অর্থায়নে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। একেকটি জেলায় ৫০ লাখ টাকার বেশি খরচের দাবি যদি সত্য হয়, তবে ৬৪ জেলায় খরচ দাঁড়ায় ৩২০০ কোটি টাকার বেশি—যা এনসিপির ঘোষিত ২ কোটি টাকার ‘নাগরিক আমানত’ তহবিলের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক।

সবশেষ গুলশান-২-এ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হন। এনসিপি পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানালেও বিতর্ক থামেনি—বরং দলটির ‘নৈতিক রাজনীতি’ প্রশ্নবিদ্ধ হয়েছে আরও জোরালোভাবে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলমসের নামে ৭ লাখ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। এক ব্যক্তির কাছ থেকে আইফোন নেওয়ার একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও ভাইরাল হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চে সারজিস শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে শোডাউন করে—যা অনেকেই ‘জমিদারি কায়দা’ বলে অভিহিত করেন।

আরও বিস্ময়করভাবে, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ৬১ লাখ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম ‘আল-ইহসান’-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত আগস্ট থেকে অক্টোবর ২০২৪ পর্যন্ত সময়কালে তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে এই লেনদেন হয়। একই সময়ে তার মায়ের এনআইডি দিয়ে খোলা অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে ৩১ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়।

২০২৫ সালের জানুয়ারিতে সমকালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে এনসিপি সংশ্লিষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুল হান্নান মাসউদ ও রাসেল আহমেদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলে সেখানেও চাঁদাবাজির প্রসঙ্গ উঠে আসে। অভিযোগে বলা হয়, “ডট গ্যাং” নামক একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে তারা এলাকাভিত্তিক চাঁদা আদায়ে জড়িত।

গত মে মাসে ধানমন্ডিতে এক প্রকাশকের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে গ্রেফতার হওয়া তিন নেতাকে পরে এনসিপির মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়—যা এনসিপির অভ্যন্তরীণ ক্ষমতার রাজনীতির দিকটিও সামনে নিয়ে আসে। এই সমন্বয়ককে একটি বন্দরের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। 

এনসিপির দাবি, তারা গণচাঁদা ও সদস্যদের অর্থায়নে দল চালায়। তবে এখন পর্যন্ত কোনো স্বচ্ছ হিসাব প্রকাশ করা হয়নি। বরং গত বছরের বন্যা ত্রাণের জন্য সংগৃহীত ১৬-১৭ কোটি টাকার হিসাব নিয়েও রয়েছে বিতর্ক, যেটির হিসাব আজও অধরা।

এনসিপিকে ঘিরে এ বিতর্কে নতুন মাত্রা যোগ করেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, “সরকারের ছত্রছায়ায় এনসিপিকে ‘কিংস পার্টি’ হিসেবে তৈরি করা হচ্ছে। পদযাত্রায় ব্যবহৃত বিপুল অর্থ সরকারের পৃষ্ঠপোষকতায় এসেছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে লেখেন, এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। বলতে হবে, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এঁদের শেকড় অনেক গভীরে।

রাজনৈতিক বিশ্লেষক ড. আলী হাসান বলেন, “চাঁদাবাজির অভিযোগ এনসিপির নৈতিক রাজনীতির দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। এটি দলটির বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে এবং জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনের প্রতি আস্থাহীনতা বাড়াচ্ছে।”

সমাজকর্মী ও কলামিস্ট নুসরাত জাহান বলেন, “চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ গণতন্ত্রের চরম অবমাননা। এই অর্থ যদি রাজনৈতিক প্রভাব বিস্তারে ব্যবহৃত হয়, তবে তা জাতির জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ রকিবুল ইসলাম বলেন, “এ ধরনের অর্থ সংগ্রহ শুধু অবৈধই নয়, স্থানীয় অর্থনীতির জন্যও ক্ষতিকর। এতে উদ্যোক্তা ও বিনিয়োগের পরিবেশ নষ্ট হয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামায়াতের মাধ্যমে ফের বাংলাদেশে জঙ্গি রপ্তানি করছে পা

1

বেপোরোয়া জুলাই যোদ্ধারা, মবের নামে ফের কণ্ঠরোধ

2

ফের জাতির সঙ্গে প্রেস সচিবের প্রতারণা: মালয়েশিয়ায় শ্রমিক সুব

3

মবের ওপর ভর করে টিকে আছে ইউনূস বাহিনী

4

রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের, অবৈধ ইউনুস সরকারের প

5

তারাকান্দা থানায় মামলা বাণিজ্যের মহোৎসব, স্থানীয় আওয়ামী লীগ

6

জুলাই ঘোষণাপত্র ইতিহাস বিকৃতির এক নির্লজ্জ প্রয়াস

7

ড. ইউনূসের নেতৃত্বে অর্থনীতি স্থবির, বেকারত্ব ও দারিদ্র্যের

8

জুলাই সনদে সই করবে না গণফোরাম ও বামপন্থি চার দল

9

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

10

কাশিমপুরে বন্দিদের খাবারে বিষ মেশানোর অভিযোগ, ভিন্নমত দমনের

11

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: জনমনে নিন্দা ও বিতর্ক, পাকি

12

যোগ্যতায় রিটেন পাস করতে হবে, ভাইভায় ইনশাআল্লাহ সাহায্য করবো’

13

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

14

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

15

ইউনূস কারো নয়: ক্ষমতার খেলায় এক স্বার্থপর মুখ

16

কূটনৈতিক স্থাপনায় হামলা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ বিব্রত

17

গণমাধ্যমে ফের থাবা, জামায়াত বিএনপিকে নিয়ে এবার জনকণ্ঠ দখল এন

18

শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত শাহবাগ, রাজধানীর যান চলাচলে স্থবি

19

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আবার সাধারণ রোগীদেরও হবে কবে?

20