Insight Desk
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ও এনসিপির চাঁদার টাকা যাচ্ছে কোথায়, ভাগ পায় কারা

নিজস্ব প্রতিবেদক

গণঅভ্যুত্থান ও নৈতিক রাজনীতির কথা বলে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন বিতর্কের কেন্দ্রে। চাঁদাবাজি, অর্থ কেলেঙ্কারি এবং অস্বচ্ছ অর্থ ব্যবস্থাপনার অভিযোগে দলটি সমালোচনার মুখে পড়েছে। এনসিপির রাজনৈতিক কার্যক্রমে বিপুল অর্থ ব্যয়ের উৎস এবং এ অর্থের বণ্টন নিয়ে নানা প্রশ্ন উঠেছে, যা দলটির ঘোষিত আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

চাঁদাবাজির অভিযোগ ও পদযাত্রা ঘিরে বিতর্ক

সাম্প্রতিক জুলাই পদযাত্রাকে ঘিরে এনসিপির বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগে বলা হয়, এই কর্মসূচির অর্থ সংগ্রহে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। কোনো কোনো জেলায় ৫০ লাখ টাকার বেশি খরচের দাবি করা হয়েছে। ৬৪টি জেলায় সমান ব্যয় হলে মোট খরচ দাঁড়ায় প্রায় ৩২০০ কোটি টাকা, যা এনসিপির ঘোষিত ২ কোটি টাকার ‘নাগরিক আমানত’ তহবিলের বিপরীতে এক চরম বৈপরীত্য তৈরি করেছে।

সবশেষ গুলশান-২ এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা পুলিশের হাতে আটক হন। পরে এনসিপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করে। তবে এই পদক্ষেপও বিতর্ক থামাতে পারেনি—বরং দলটির নৈতিক রাজনীতির দাবিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

চাঁদার ভাগ কারা পান?

বিশ্বস্ত সূত্রগুলোর বরাতে জানা যায়, সংগৃহীত চাঁদার টাকা চলে যাচ্ছে এনসিপি ও সংশ্লিষ্ট ছাত্র আন্দোলনের একাধিক নেতার পকেটে। এদের মধ্যে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান।  

সূত্রগুলো দাবি করে, আগে চাকরির দাবিতে আন্দোলন করা এই নেতারা এখন আর্থিকভাবে আর পিছিয়ে নেই। নাহিদ ইসলামের বাবা ছিলেন একজন শিক্ষক, অথচ এখন তিনি ঢাকায় সেটেলমেন্ট অফিস চালান, নিজস্ব গাড়ি-বাড়ি রয়েছে।

সারজিস আলম–এর নামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ৭ লাখ টাকা চাঁদা নেওয়ার প্রমাণ দেখা যায়। আরেকটি ভাইরাল চ্যাটে একজনের কাছ থেকে আইফোন নেওয়ার কথাও উঠে আসে। মার্চে পঞ্চগড়ে তার শতাধিক গাড়ির শোডাউন দেখে অনেকে কটাক্ষ করেন—“জমিদারের নাতি”।

হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদের আর্থিক অবস্থার পরিবর্তন নিয়েও প্রশ্ন উঠেছে। ওইদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন দাবি করেন, হান্নানকে একটি বন্দরের দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকিং লেনদেন ও বিদেশে পাড়ি

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফির ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ৬১ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যম আল-ইহসান–এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তার বিকাশ অ্যাকাউন্টে এই টাকা লেনদেন হয়। একই সময়ে তার মায়ের নামে খোলা অন্য এক বিকাশ অ্যাকাউন্টে লেনদেন হয় ৩১ লাখ ৯০ হাজার টাকা। জানা গেছে, রাফি বর্তমানে সুইজারল্যান্ডে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

স্বচ্ছতা নেই, পুরনো বিতর্ক এখনো জীবিত

এনসিপি দাবি করে তাদের সংগঠনের অর্থায়ন আসে গণচাঁদা ও সদস্যদের অনুদান থেকে। কিন্তু এখন পর্যন্ত কোনো স্বচ্ছ হিসাব প্রকাশ করেনি দলটি। বরং ২০২৩ সালের বন্যা ত্রাণের জন্য সংগৃহীত ১৬–১৭ কোটি টাকার হিসাব নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ, যার জবাব আজও মেলেনি।

রাজনৈতিক ছত্রছায়া ও প্রতিক্রিয়া

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর মন্তব্য করেন, “সরকারের ছত্রছায়ায় এনসিপিকে ‘কিংস পার্টি’ হিসেবে দাঁড় করানো হচ্ছে। পদযাত্রায় ব্যবহৃত বিপুল অর্থ সরকারি পৃষ্ঠপোষকতায় এসেছে কি না, তা তদন্ত হওয়া জরুরি।”

সাবেক বৈষম্যবিরোধী নেতা উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “এতো চাঁদাবাজি দেখে সবাই হঠাৎ করে অবাক হওয়ার ভান করছেন—এটাই হাস্যকর। আসলে এটা তো বহুদিনের বিষয়। শুধু এবারই তারা পুলিশের হাতে ধরা পড়েছে। যারা ভালো করে খোঁজ জানেন, তারা জানেন—এই শেকড় কত গভীরে বিস্তৃত।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ঘোষণাপত্র ইতিহাস বিকৃতির এক নির্লজ্জ প্রয়াস

1

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

2

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

3

বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় জামায়াত, বাস্তবায়নে তৎপর গুপ

4

‘ছয় মাসের বেশি টিকবে না—এসব শুনতে শুনতে ১০ বছর কাটিয়ে দিলাম’

5

অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে কানাডা প্রবাসী

6

ইউনূসের ছত্রছায়ায় ছাত্র উপদেষ্টাদের দুর্নীতির মহোৎসব

7

ইউনূস সরকারের শাসনে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র: গাইবান্ধায়

8

শেখ হাসিনার কথিত ‌‘লিকড অডিও’র রহস্য ফাঁস

9

শুল্ক নিয়ে জাতির চোখে ধুলা দিল ইউনূসের প্রেস সচিব

10

২১ আগস্টের দাগি আসামিদের খালাস দিল ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট

11

সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করছে অন্তর্বর্তী সরকার: হিউম্

12

জঙ্গি নিয়ে ইউনূসের পুলিশবাহিনীর মিথ্যাচার ফাঁস করল মালয়েশিয়া

13

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

14

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্

15

‘ওড়না কোথায়’ বলে তরুণীকে হেনস্তা, অভিযুক্ত এনসিপি নেতা

16

শুল্ক ছাড়ের বিনিময়ে সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে ড. ইউনুস

17

অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে, মেজর জেনারেল ক

18

জামায়াত নেতাকে নিয়ে সটকে পড়লেন স্বার্থপর ইউনূস, বিপাকে এনসিপ

19

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশি অপারেটরের হাতে: জাতীয় স্ব

20