নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এই দুর্ঘটনা সংশ্লিষ্ট এলাকায় মানবিক সংকট সৃষ্টি করেছে। উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ, আহতদের চিকিৎসায় সহযোগিতা, রক্তদান এবং নিরাপদ স্থানান্তরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, শোকের এই মুহূর্তে সবাইকে একত্রিত হয়ে মানবিক ভূমিকা রাখতে হবে। পরম করুণাময় সৃষ্টিকর্তা যেন শোকসন্তপ্ত পরিবারগুলিকে ধৈর্য ও সহনশীলতা দান করেন—এই প্রার্থনা করি।
প্রসঙ্গত, বিধ্বস্ত হওয়া বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আছড়ে পড়ে। সে সময় তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ক্লাস সদ্য শেষ হয়েছিল। দুর্ঘটনার পরপরই সেখানে আগুন ধরে গেলে তাৎক্ষণিক উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়। তবে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন। এ দুর্ঘটনায় শেখ খবর পাওয়া পর্যন্ত বিমানটির পাইলটসহ ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন।
মন্তব্য করুন