নিজস্ব প্রতিনিধি, ফ্রান্স
প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগ, সহযোগী অঙ্গ সংগঠন ও শেখ হাসিনা সংগ্রাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো “মার্চ ফর বাংলাদেশ” কর্মসূচি।
“হাটাও ইউনুস, বাঁচাও দেশ – শেখ হাসিনার নির্দেশ” শ্লোগানকে ধারণ করে আয়োজিত এ কর্মসূচি প্রবাসে আওয়ামী পরিবারের ঐক্য ও সংগ্রামের দৃঢ় বহিঃপ্রকাশ হয়ে ওঠে।
২৮ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় রাজধানীর ব্যস্ততম কেন্দ্র গার দ্য নর্দ-এ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ফ্রান্স আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শত শত প্রবাসী নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে সমবেত হন।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও অগ্রগতির প্রতীক। তার নির্দেশ বাস্তবায়নে প্রবাসীরা সবসময় সোচ্চার থাকবে। একইসাথে তারা আন্তর্জাতিক অঙ্গনে ইউনুসের অপকর্মের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান জানান।
কর্মসূচির শেষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে ঘোষণা দেন— "শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে প্রবাসীরা মাঠে থাকবেন।"
দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগ্রাম চালিয়ে যাবেন।
এ আয়োজন প্রমাণ করেছে যে, প্রবাসে থেকেও আওয়ামী পরিবারের নেতাকর্মীরা দেশের স্বার্থ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে ঐক্যবদ্ধ।
মন্তব্য করুন