Insight Desk
প্রকাশ : Jul 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

গ্যাঁড়াকলে ইউনূস, পলাতে চাইলেও মিলছে না অনুমতি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে গত বছর ক্ষমতা দখল করলেও এখন গ্যাঁড়াকলে পড়েছেন নোবেলবিজয়ী অর্থনীতিনবীদ ড. মুহাম্মদ ইউনূস। এক বছরে আমেরিকার দেওয়া অ্যাসাইনমেন্ট পূরণ করতে না পারায় তার ওপর এখন অসন্তুষ্ট তার নিয়োগকর্তারা। এই পরিস্থিতিতে দেশ ছেড়ে পালাতে চাইলেও তার অনুমতি পাচ্ছেন ইউনূস। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। 

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) গুরুত্বপূর্ণ অংশ রাখাইনের কিয়াউকফিউ গভীর সমুদ্রবন্দর। কুনমিং থেকে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত সংযোগ স্থাপন করে এই বন্দর চীনের জন্য যেমন অর্থনৈতিক, তেমনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের মালাক্কা প্রণালী নির্ভরতা কমে যাবে। ফলে, এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব হারিয়ে যাওয়ার ঝুঁকি বাড়ছে।

বিশ্লেষকদের মতে, ২০১৮ সালের ৮ নভেম্বর মিয়ানমারের নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকার যখন চীনের সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি করে, তখন থেকেই চীনকে চাপ দিতে রাখাইন রাজ্যে অস্থিতিশীলতা তৈরি করার নীতিতে এগোয় যুক্তরাষ্ট্র। আর এ প্রকল্পে যুক্ত করা হয় ড. ইউনূসকে। রোহিঙ্গা নিধনের মাধ্যমে অঞ্চলটিকে অশান্ত করে তোলা হয়, যার প্রেক্ষিতে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে।

বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূস এই মার্কিন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। রোহিঙ্গা সংকটকে কাজে লাগিয়ে রাখাইনে মানবিক করিডোর বাস্তবায়নের মাধ্যমে সরবরাহ পথ খোলা হচ্ছে, যা পরে অস্ত্র পরিবহণের জন্য ব্যবহার হতে পারে। এই পরিকল্পনার ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা ও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছিল অন্তর্বর্তী সরকার। 

একইসঙ্গে তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (OHCHR) মিশন চালু নিয়ে একটি চুক্তি সম্পন্ন করে। এই ঘোষণা ঘিরে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ সৃষ্টি হয়। কারণ বর্তমানে যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে— তার বেশিরভাগই যুদ্ধবিধ্বস্ত, গৃহযুদ্ধের কবলে বা মানবাধিকার পরিস্থিতিতে ব্যর্থ রাষ্ট্র। আফগানিস্তান, সুদান, কঙ্গো, দক্ষিণ সুদান, মিয়ানমারসহ মোট ১৯টি দেশে এমন কার্যালয় রয়েছে, কিন্তু কোনটিতেই পরিস্থিতির উন্নতি হয়নি। বরং বলা যায়, অনেক দেশে জাতিসংঘ অফিস স্থাপনের পরই সংকট আরও ঘনীভূত হয়েছে। 

২০২৪ সালের ২৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতর্ক করে বলেছিলেন, বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে “পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র” গঠনের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, বাংলাদেশে একটি এয়ার বেজ স্থাপনেরও প্রস্তাব এসেছে। এখন জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের এই সিদ্ধান্ত সেই শঙ্কাকেই আরও জোরালো করছে।

সূত্র জানায়, আমেরিকা পরিকল্পনার কিছুই এখনও তেমন বাস্তবায়ন করতে পারেনি ইউনূস সরকার। এদিকে নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে। তাই দ্রুত ফ্রান্সে ফিরতে চাইছেন ইউনূস। রাজনৈতিক বিরোধিতার কারণ দেশে এখনও মানবিক করিডোর বাস্তবায়ন হয়নি। সেইসঙ্গে জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়েও ইউনূসকে হুমকি দিয়ে রেখেছে জামায়াত ছাড়া বাকি ইসলামী দলগুলো। এছাড়া আমেরিকা বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক কমালেও বাংলাদেশের বেলায় তা বহাল রেখেছে। 

অপরদিকে ইউনূসের সমর্থন পাওয়া দল এনসিপিরও এখন বেহাল দশা। দলটি গণঅভ্যুত্থান ও নৈতিক রাজনীতির কথা বলে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন বিতর্কের কেন্দ্রে। চাঁদাবাজি, অর্থ কেলেঙ্কারি এবং অস্বচ্ছ অর্থ ব্যবস্থাপনার অভিযোগে দলটি সমালোচনার মুখে পড়েছে।  

সাম্প্রতিক জুলাই পদযাত্রাকে ঘিরে এনসিপির বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগে বলা হয়, এই কর্মসূচির অর্থ সংগ্রহে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। কোনো কোনো জেলায় ৫০ লাখ টাকার বেশি খরচের দাবি করা হয়েছে। ৬৪টি জেলায় সমান ব্যয় হলে মোট খরচ দাঁড়ায় প্রায় ৩ হাজার ২০০ কোটি টাকা, যা এনসিপির ঘোষিত ২ কোটি টাকার ‘নাগরিক আমানত’ তহবিলের বিপরীতে এক চরম বৈপরীত্য তৈরি করেছে।

সবশেষ গুলশান-২ এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা চাইতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা পুলিশের হাতে আটক হন। পরে এনসিপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করে। তবে এই পদক্ষেপও বিতর্ক থামাতে পারেনি—বরং দলটির নৈতিক রাজনীতির দাবিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আবদুন নূর তুষার একটি বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে বলেন, ‘চাঁদাবাজি করতে গিয়ে কেন্দ্রীয় কমিটির লোক ধরা পড়ল অথচ কেন্দ্রীয় কমিটিকে অক্ষত রেখে সারা দেশের বৈষম্যবিরোধী সব কমিটি বাতিল করা হয়েছে। এর মানে দাঁড়ায়—চোরের দল রেখে সব কমিটি বাদ দেওয়া হয়েছে।’

এছাড়া ইউনূসের আরেক পছন্দের দল জামায়াতও তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তারা সরকারের পক্ষে বিভিন্ন দাবিতে এতদিন কাজ করলেও কার্যত জনগণকে টানতে পারছে না। এসব মিলিয়ে একরকম গ্যাঁড়াকলে পড়েছে ইউনূস। আর তাই নিরাপদে দেশ ছাড়তে উঠে পড়ে লেগেছেন তিনি। 

ভূ-রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালে মার্কিন প্রতিনিধি ব্র্যাড শেরম্যান রাখাইনকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন, যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত প্রত্যাখ্যান করেন। কারণ মার্কিনিরা চায় এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তার। আর ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল মার্কিন বিরোধিতা করার কারনে। 

মার্কিনিরা সুচির উত্থান করিয়েছিল যাতে চীন কিয়াউকফিউ বন্দর প্রকল্প হাতে না নিতে পারে। কিন্তু সুচি তাদের ব্যর্থ করায় সুচি আবার কারাগারে ফিরে গেছেন। আজকে বাংলাদেশে নোবেল বিজয়ী ড. ইউনূস ক্ষমতার মসনদে বসেছেন যেমনটা বসেছিলেন সুচি। উদ্দেশ্য একটাই। মার্কিনিদের স্বপ্ন বাস্তবায়ন। আর মার্কিন স্বার্থ হাসিল না করতে পারলে নোবেল জয়ী সুচির মত পতন হবে নোবেল জয়ী ইউনূসেরও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুর্নীতির টাকায় তাণ্ডব চালাতো জঙ্গিরা!

1

বিপাকে চীনের সামরিক রপ্তানি মডেল

2

রাষ্ট্রীয় বৈধতা পেল জঙ্গিবাদ, ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে দেখছে

3

জঙ্গিবাদের ভয়াল থাবা, এবার বাংলাদেশের ভিসা বন্ধ করল আরব আমি

4

মব পেল বৈধতা, ইউনূসের নেতৃত্বে রক্তাক্ত বাংলাদেশ

5

ক্ষমতা দীর্ঘায়িত করতে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলোতে শিবিরক

6

এবার প্রকাশ্যে বাংলাদেশ থেকে সম্পদ লুটের কথা জানাল আমেরিকা

7

ইউনূসের পরিকল্পনায় বাংলাদেশ কী নতুন ৭১-এর মুখোমুখি

8

শেখ হাসিনাকে নিয়ে করা প্রতিবেদনে যেসব বিষয় লুকিয়েছে বিবিসি

9

ইউনূস সরকারের ব্যর্থতা: সারাদেশে খুন, ডাকাতি, ছিনতাই, নদীতে

10

আন্তর্জাতিক খেলোয়াড় ইউনূসকেও পাত্তা দিল না আমেরিকা

11

যুক্তরাষ্ট্রের নতুন খেলার মাঠ পার্বত্যাঞ্চল; আলোচনায় চট্টগ্র

12

জামায়াত ও আলী রিয়াজের পরিকল্পনায় শাহবাগে ‘জুলাই সনদ নাটক’

13

ঠান্ডা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, নেপথ্যে অর্থনীতিবিদ ইউনূস

14

আদালত পাড়া এখন মবের মুল্লুক

15

চাঁদাবাজদের গডফাদার নাহিদের রয়েছে জঙ্গি কানেকশন

16

চীনের সঙ্গে তিস্তা চুক্তি, হুকির মুখে বাংলাদেশের সার্বভৌমত্ব

17

রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রের জোগান আসছে কোথা থেকে ও কিভ

18

এনসিপি নেতাদের কক্সবাজার সফর: নেপথ্যে বোয়িং চুক্তিতে ২৫% কমি

19

আমেরিকার পরিকল্পনায় ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, বাস্তবায়নে ইস

20