Insight Pulse
প্রকাশ : Dec 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

কারাগারে আরেক মৃত্যু: বিনা চিকিৎসায় আ.লীগ নেতার প্রাণহানি

বিশেষ প্রতিবেদন

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কারাগারে মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় মারা গেছেন বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ওয়াসিকুর রহমান বাবু। রোববার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের পরিবার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে দেখছেন না। তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় চিকিৎসা না পাওয়া এবং কর্তৃপক্ষের অবহেলার কারণেই ওয়াসিকুর রহমান বাবুর মৃত্যু হয়েছে, যা তারা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছেন।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, গত ২৪ সেপ্টেম্বর পান্থপথ এলাকায় একটি মিছিল চলাকালে ওয়াসিকুর রহমান বাবু মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশে হস্তান্তর করা হয়। এরপর কারাগারে নেওয়া হলেও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়নি বলে জানা গেছে।

ছাত্রলীগের এক সাবেক নেতা বলেন, আহত অবস্থায় গ্রেপ্তার হওয়ার পরও ওয়াসিকুর রহমান বাবুকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। জখম শরীর নিয়ে তিনি দিনের পর দিন কারাগারে অসুস্থ অবস্থায় কাটিয়েছেন, কিন্তু সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্যানুসারে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত কারাগারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। তাদের মতে, রাজনৈতিক কারণে নির্দিষ্ট দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে অমানবিক পরিস্থিতিতে রাখা হচ্ছে। তাদের বক্তব্য, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ধারাবাহিকভাবে গ্রেপ্তার ও বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একটি প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াসিকুর রহমান বাবুর মৃত্যু ঘটেছে।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, রোববার বিকেলে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকে ওয়াসিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এই ব্যাখ্যা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। পর্যবেক্ষকদের মতে, একজন বন্দীর শারীরিক অবস্থা যদি গুরুতর হয়ে থাকে, তাহলে আগেই হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া উচিত ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করায় কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ওয়াসিকুর রহমান বাবুর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেতাকর্মীরা কারা ব্যবস্থার ভূমিকা পর্যালোচনার দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের মৃত্যু বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-জামায়াত-এনসিপির চাঁদাবাজিতে অতিষ্ট দেশ, নিশ্চুপ প্রশা

1

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

2

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ার

3

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারায় ইউনূস গং

4

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

5

মব উস্কে দেশ ধ্বংসের নীলনকশা করেছে ইউনূস গং

6

৯ মাসে পুঁজিবাজারে মূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা

7

ধ্বংস করতে কেন শিশুদের হাতে দেশকে ছাড়লেন সেনাপ্রধান

8

রায়পুরে বিএনপি নেতার বাড়ি থেকে রাইফেল উদ্ধার: নাশকতার প্রস্ত

9

এক সময় মানবাধিকারের মুখপাত্র আসদুজ্জামান এখন মবের হোতা?

10

১০ মাসেই অনিয়ম-দুর্নীতির রেকর্ড গড়ল ইউনূসের অন্তর্বর্তী সরক

11

প্রবাসীদের ভয়ে কাঁপছে জামায়াত-বিএনপি নেতা ইউনূস, দলবল নিয়ে য

12

উচ্চ সুদহারে ঝুঁকিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

13

কাঁদল বাংলাদেশ, ৩২ আতঙ্কে ঘুম হারাম ইউনূস গংদের

14

জাতিসংঘের মানবাধিকার মিশন চালুতে ইউনূস সরকারের চুক্তি, দেশবা

15

টাকা পাচারের প্রমাণ চেয়ে ইউনূসকে চ্যালেঞ্জ শেখ হাসিনার

16

অর্থনীতির স্থবিরতায় বেকারত্ব বেড়েছে: নতুন বিনিয়োগ ও দক্ষ মান

17

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একের পর এক মিথ্যাচার করলেন ইউনূস

18

অপকর্ম ঢাকতেই বিবিসি অস্ত্র ব্যবহার করলেন ইউনূস!

19

জাতিসংঘের সফরসঙ্গীদের তালিকায় ইউনূসের মেয়েরাও, প্রকাশ্যে প্র

20