Insight Desk
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের এনসিপি সমাবেশে বহিষ্কৃত এএসআই রঞ্জু, ছিলেন ফায়ারিং স্কোয়াডেও

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত সমাবেশ ঘিরে ঘটে যাওয়া ভয়াবহ সংঘর্ষ, প্রাণহানি ও সহিংসতার পেছনে শুধু রাজনৈতিক উত্তেজনা নয়—আড়ালে রয়েছে একটি বৃহৎ আন্তর্জাতিক ষড়যন্ত্র। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে সাধারণ মানুষের প্রতিবাদের মুখে পড়ে এনসিপি নেতাদের গাড়িবহর। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, সংঘর্ষে রূপ নেয় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের। ফায়ারিং, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ছত্রভঙ্গ করার চেষ্টা—সব মিলিয়ে পৌরপার্ক এলাকায় তৈরি হয় এক রণক্ষেত্রের চিত্র।

ঘটনার সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের গুলিতে মারা যান অন্তত সাতজন, আহত হন আরও অর্ধশতাধিক। নিহতদের মধ্যে রয়েছেন রমজান কাজী ও দীপ্ত সাহা, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন তাদের পরিবার।

সূত্র বলছে, এই ঘটনার নেপথ্যে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক নকশা। নিহতদের মধ্যে কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন বহিরাগত অস্ত্রধারীদের গুলিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত ছিল দুজন যারা দেখতে তামিল সিনেমার ভিলেনের মতো। এরমধ্যে একজন ছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঞ্চল্যকর নিখিল তালুকদার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হাসান। হত্যা মামলার আসামি প্রমাণিত হওয়ায় পরে তাঁর চাকরি চলে যায়। এই রঞ্জুর সঙ্গে ছিল আরেকজন ব্যক্তি। জানা গেছে, এই দুজন ছিল বহিরাগত স্যুটার। এই ব্যক্তিরাই নির্বিচারে সাধারণ মানুষের ওপর গুলি চালানো শুরু করে। এর সঙ্গে যুক্ত হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও।

জানা গেছে, এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। আর এসব কিছুই নির্বাচন পেছানোর পাঁয়তারা। বিএনপিও গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনাকে পরিকল্পিত হিসেবে আখ্যায়িত করেছে। 

এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাধারণ মানুষের হাতে অবরুদ্ধ হওয়ার পর গণমাধ্যমে বলেন, পুলিশ-আর্মি নিরাপত্তা দিতে না পারলে যুদ্ধ ঘোষণা করবো। পরদিন ফরিদপুরে দলের আরেক নেতার ঘোষণা, গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করতে আবারও মার্চ করা হবে। এই বক্তব্যগুলোকে কেন্দ্র করেই বিশ্লেষকরা বলছেন, এটি নিছক রাজনৈতিক কর্মসূচি নয়—বরং বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি বৃহৎ পরিকল্পনার অংশ।

নানা সূত্রে দাবি উঠছে, এনসিপির কর্মকাণ্ড মূলত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক ছকের অংশ। মার্কিন ‘ডিপ স্টেট’-এর আর্থিক ও কৌশলগত সহায়তায় এই গোষ্ঠী বাংলাদেশের ভেতরে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরির লক্ষ্যে কাজ করছে।

তথ্যমন্ত্রী থাকা অবস্থায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, “সরকার গণহত্যা চালালে সশস্ত্র সংগ্রাম হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সম্প্রতি বলেন, গৃহযুদ্ধের পূর্বমুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা চলছে। যুদ্ধ হবেই—কোনো না কোনো ফরমেটে। এই বক্তব্যগুলো বাংলাদেশে অভ্যন্তরীণ যুদ্ধের ইঙ্গিতই দেয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক স্লোগানের আড়ালে বাস্তবেই একটি বহুমাত্রিক সংঘর্ষের প্রস্তুতি চলছে।

বিশ্ব রাজনীতির উত্তাল সময়ে বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সম্ভাবনা ও কৌশলগত গুরুত্বের জন্য আন্তর্জাতিক শক্তির দৃষ্টি আকর্ষণ করেছে। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র—এই ত্রিমুখী প্রভাবের দ্বন্দ্বে বাংলাদেশকে অস্থির রাখা একটি কার্যকর কৌশল হতে পারে অনেকের কাছে।

কিছু সূত্র বলছে, মিয়ানমার ও বাংলাদেশের কিছু এলাকা নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে। চট্টগ্রাম বন্দর, মানবিক করিডোর, এবং জাতিসংঘ অফিস—সবকিছু মিলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন এক মেরুকরণের জন্য বাংলাদেশকে কেন্দ্রে রাখা হচ্ছে। আর এ জন্যই দেশটিতে আজ্ঞাবহ ইউনূস সরকারকে বেশি দিন রাখতে চাইছে আমেরিকা। 

রাজনৈতিক সংঘাত, সাধারণ মানুষের প্রাণহানি, বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ, যুদ্ধের হুমকি—সব মিলিয়ে আজ বাংলাদেশ এক ভয়ংকর সঙ্কটের মুখে দাঁড়িয়ে। বিশ্লেষকরা বলছেন, এ লড়াই শুধু একটি রাজনৈতিক দলের নয়; এটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং ভূখণ্ডের অস্তিত্ব রক্ষার লড়াই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস সরকারের শাসনে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র: গাইবান্ধায়

1

জুলাইয়ে নিহত পুলিশদের অপমান করলেন চট্টগ্রামের এসপি!

2

অভ্যন্তরীণ ফ্যাসিবাদ, দুর্নীতির অভিযোগে এনসিপি ও বৈছাআ থেকে

3

ছাত্রশিবিরের ‘গুপ্ত’ কৌশল; ভিন্ন নামে ক্যাম্পাস নির্বাচন

4

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

5

চাঁদাবাজদের গডফাদার নাহিদের রয়েছে জঙ্গি কানেকশন

6

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

7

মব উস্কে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টায় ইউনূস গং

8

কঠিন মুহুর্তে আবারও বাংলাদেশের পাশে ভারত

9

মব সন্ত্রাসে কমেছে বিদেশি বিনিয়োগ, অর্থনীতিকে পঙ্গু করার ষড়য

10

অপকর্ম ফাঁস হওয়ার ভয়ে সারজিসের তৈলাক্ত স্ট্যাটাস

11

স্থানীয় ষড়যন্ত্র ও গোপন মার্কিন অভিযানের ফল ৫ আগস্ট

12

এনসিপি নেতাদের কক্সবাজার সফর: নেপথ্যে বোয়িং চুক্তিতে ২৫% কমি

13

ইউনূসের মদদে ছাত্রনেতাদের চাঁদাবাজি ও দুর্নীতির রাজত্ব; রুখব

14

পুলিশ হেফাজতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: পরিবারের দাবি পরিকল্

15

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

16

ইউনূসের ভূমিকায় আলোচনায় চট্টগ্রাম বন্দর ও সেন্টমার্টিন

17

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

18

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

19

নসিপি ও বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে নিরাপদ নয় নারী নেত্রীরা

20