নিজস্ব প্রতিবেদক
রংপুরের আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে ফের নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (১১ অক্টোবর) সকালে দেওয়া এক পোস্টে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন।
এর আগে ২ অক্টোবর একই অভিযোগ করে তিনি একটি পোস্ট দিয়েছিলেন, যা পরবর্তীতে মুছে ফেলে ক্ষমাও চেয়েছিলেন। তবে নতুন পোস্টে আবারও বিষয়টি প্রকাশ্যে আনেন সারাহ, যা দ্রুতই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টে সারাহ উল্লেখ করেন, তাঁর স্বামী আবু ত্বহা এক এয়ার হোস্টেস জারিন জেবিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। সারাহর দাবি অনুযায়ী, এই নারী ত্বহার কলেজ জীবনের পুরনো পরিচিত এবং বর্তমানে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন।
তিনি লেখেন, “আমার বিছানায় বসে তিনি সেই এয়ার হোস্টেস নারীর সঙ্গে প্রেম করেন। সেন্টারে কাজ আছে বলে রাত ৩টায় বাসায় ফেরেন, ফিরে এসে আবার প্রেমিকার সঙ্গে কথা বলেন।”
এছাড়া সারাহ অভিযোগ করেন, ত্বহার পরিচালিত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে “নারী-পুরুষের অবাধ মেলামেশা” হয়, যা তাঁর মতে বক্তার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
স্ত্রীর দাবি অনুযায়ী, এয়ার হোস্টেস জারিন জেবিন ছাড়াও এর আগে রংপুরের এক আলেমা ছাত্রীর সঙ্গেও সম্পর্কের চেষ্টা করেছিলেন আবু ত্বহা।
এর আগে, ৬ অক্টোবর নিজের ফেসবুকে পোস্ট দিয়ে আবু ত্বহা জানিয়েছিলেন যে, তাঁর ফোন হারিয়ে যাওয়ায় কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তখনই স্ত্রী সারাহ আগের অভিযোগের পোস্টটি সরিয়ে ফেলেন ও দুঃখ প্রকাশ করেন।
তবে সর্বশেষ পোস্টে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “তিনি (আবু ত্বহা) যা-ই করেন, তা গোপন রাখেন না, কারণ তিনিই সবচেয়ে বড়।” এ বিষয়ে আবু ত্বহার পক্ষ থেকে সর্বশেষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন