Insight Desk
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

টার্গেট কিলিংয়ে সনাতনী সম্প্রদায়: আইন-শৃঙ্খলার অবনতি ও মব সন্ত্রাসে ১৮ দিনে ৬ হত্যাকাণ্ড

বিশেষ প্রতিবেদন

সাম্প্রতিক সময়ে দেশে সংখ্যালঘু সনাতনী (হিন্দু) সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক রূপ নিয়েছে। বিভিন্ন সংবাদসূত্রের তথ্য অনুযায়ী, গত ১৮ দিনে অন্তত ৬টি হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাগুলোতে এক ধরনের অভিন্ন চিত্র দেখা যাচ্ছে—ব্যবসায়ী ও কর্মজীবী মানুষকে টার্গেট করা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে চাঁদা দাবি, লুটপাট এবং হুমকি। স্থানীয়দের অভিযোগ, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে সনাতনী সম্প্রদায়ের মানুষদের নিশানা করছে।

তারিখভিত্তিক ধারাবাহিকতা (নাম ও ঠিকানাসহ):

১৯ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি কারখানা এলাকায় দীপু চন্দ্র দাস (গার্মেন্টস কর্মী), গ্রাম–ভালুকা, জেলা–ময়মনসিংহ, মারধর ও অগ্নিসংযোগের পর নিহত হন। ২২ ডিসেম্বর (৩ দিন পর) একই জেলায় আরেকটি ঘটনায় বাজেন্দ্র বিশ্বাস (গার্মেন্টস কর্মী), এলাকা–ময়মনসিংহ, কর্মস্থল-সংক্রান্ত বিরোধে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ২৬ ডিসেম্বর (৪ দিন পর) শরীয়তপুরে খোকন দাস (ব্যবসায়ী), এলাকা–শরীয়তপুর সদর, আক্রমণের পর অগ্নিদগ্ধ হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৩ জানুয়ারি (৮ দিন পর) নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে সারত মানি চক্রবর্তী (মুদি ব্যবসায়ী), পিতা–মদন ঠাকুর, ঠিকানা–চরসিন্দুর বাজার, পলাশ, নরসিংদী, ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ৪ জানুয়ারি (১ দিন পর) যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে রানা প্রতাপ বৈরাগী (ব্যবসায়ী ও সাংবাদিক), ঠিকানা–কপালিয়া বাজার, মনিরামপুর, যশোর, গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। ৫ জানুয়ারি (১ দিন পর) আরেক এলাকায় সনাতনী সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হন—এই ছয়টি ঘটনাই ১৮ দিনের মধ্যে সংঘটিত। এতে দেখা যায়, হত্যাকাণ্ডগুলো কখনো ১ দিনের ব্যবধানে, কখনো ৩–৪ দিনের ব্যবধানে, আবার কোথাও এক সপ্তাহের ব্যবধানে ঘটেছে—যা বিশ্লেষকদের মতে স্পষ্টতই টার্গেট কিলিংয়ের ধারাবাহিকতা।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, এসব হত্যাকাণ্ডের আগে অনেক ক্ষেত্রেই নিহতদের কাছে চাঁদা দাবি করা হয়েছিল; কোথাও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট, আবার কোথাও বাড়িঘরে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা প্রতিবাদ করলে হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেন। ফলে সনাতনী সম্প্রদায়ের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং অনেক পরিবার এলাকা ছেড়ে যেতে বাধ্য হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনার পেছনে রয়েছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। অনেক ক্ষেত্রে পুলিশ সময়মতো ও কার্যকরভাবে হস্তক্ষেপ করতে পারছে না; কোথাও কোথাও তদন্ত ও গ্রেপ্তারে ধীরগতি দেখা যাচ্ছে, যা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তাদের ভাষ্য, পরিকল্পিতভাবে সংঘটিত এই হত্যাকাণ্ডগুলো রোধে দ্রুত সমন্বিত অভিযান জরুরি।

সমালোচকদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে মব সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠেছে। সংঘবদ্ধ হামলা, চাঁদাবাজি, লুটপাট ও হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় অপরাধ দমনে কার্যকর প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না। অনেক এলাকায় মবের ভয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে বাধার মুখে পড়ছে, ফলে মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে চলমান এই সহিংসতা কেবল আইন-শৃঙ্খলার ব্যর্থতা নয়; এটি সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। তারা অবিলম্বে মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, চাঁদাবাজি ও লুটপাট দমনে বিশেষ অভিযান এবং প্রতিটি হত্যাকাণ্ডের দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন—নইলে এই রক্তক্ষয়ী ধারা আরও বিস্তৃত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে গৃহযুদ্ধ বাধানোর পাঁয়তারায় ইউনূস গং

1

মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থি

2

নেপাল-বাংলাদেশের সহিংস আন্দোলন একই সূত্রে গাঁথা

3

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

4

ঢাকায় জাতিসংঘের ছদ্ম মানবাধিকার: সমকামিতার বিষবৃক্ষ ও ইউনুসে

5

ইউনূস সরকারের শাসনে নারী নির্যাতনের ভয়াবহ চিত্র: গাইবান্ধায়

6

ইউনূসের আসকারায় থানায় মিথ্যা মামলার হিড়িক, উদ্বিগ্ন বিশ্লেষক

7

‘জয় বাংলা’ বলায় মনোনয়ন স্থগিত: বিএনপির পদক্ষেপে প্রশ্ন, মুক

8

রাষ্ট্রীয় বৈধতা পেল জঙ্গিবাদ, ‘রাজনৈতিক সম্পদ’ হিসেবে দেখছে

9

প্রশাসনিক ব্যবস্থার বেহাল দশা, দেশে বড় বিপদের শঙ্কা

10

রাষ্ট্রপতির বাণী কি উপদেষ্টা মাহফুজ আলম লিখে দিলেন?

11

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় ৪৮% মানু

12

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি: নিরাপত্তাহীনতা ও

13

কিশোরগঞ্জে বিএনপির অন্তর্কোন্দল: ধানের শীষে প্রার্থীর মিছিলে

14

জঙ্গির আস্ফালন: প্রতিদিন ১১ খুনের ভয়াবহ তাণ্ডব

15

তারাকান্দায় প্রবাসীর উদ্যোগে সড়ক মেরামতে স্বস্তি অটোচালক ও এ

16

সেবা নিতে হয় ঘুষ দিয়ে, মত প্রকাশেও শ্বাসরোধ

17

আওয়ামী লীগের আহ্বান: ইউএনডিপি নির্বাচন সহায়তা স্থগিত করুক

18

স্বাধীন বাংলাদেশে আবারো 'রাজাকার' স্লোগান, জামায়াত-এনসিপির

19

মার্কিনি চালে অশান্ত দক্ষিণ এশিয়া, পরবর্তী টার্গেট দিল্লি

20