Insight Desk
প্রকাশ : Sep 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

হোটেল ওয়েস্টিনে নাগরিকমৃত্যু নিয়ে মার্কিন দূতাবাসের মিথ্যাচার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে সম্প্রতি উদ্ধার করা ৫০ বছর বয়সী মার্কিন নাগরিক টেরেন্স আরভেল জ্যাকসন কোন ব্যবসায়ী নন। পুলিশের একাধিক সূত্র জানাচ্ছে , তিনি এ বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন। তাদের তথ্য, ‘তার দেশের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কাজে’ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন তিনি।

প্রাথমিকভাবে সংবাদমাধ্যম জানিয়েছিল, মৃত জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন। পুলিশ কর্মকর্তারা এই প্রথমবার স্বীকার করেছেন যে, তিনি সরকারি কাজে বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়েছিলেন।

রহস্যজনক এই মৃত্যু ঘিরে  আরও তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রের দাবি, জ্যাকসন ২৯শে আগস্ট দুপুর ৩টায় হোটেলে চেক-ইন করেন। তবে হোটেল সূত্র জানায়, তিনি আসলে ২৭শে আগস্ট চেক-ইন করেন। তার জন্য বুকিং-এর অনুরোধটি মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার পক্ষ থেকে করা হয়। হোটেলের রিজার্ভেশন বিভাগ তথ্যটি নিশ্চিত করেছে।

মার্কিন দূতাবাস তাদের নিজস্ব নিরাপত্তা ও চিকিৎসক নিয়ে আসে এবং জ্যাকসনের থাকার কক্ষ নম্বর ৮০৮ “নীল ও হলুদ” টেপ দিয়ে ঘিরে ফেলে। পরে ৩১শে আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় দূতাবাস জ্যাকসনের মৃতদেহ নিয়ে যায়। সঙ্গে নেওয়া হয় তার ব্যবহৃত কয়েকটি বড় স্যুটকেস এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী।

১ লা সেপ্টেম্বর, মার্কিন আর্মির ১ম স্পেশাল ফোর্সেস কমান্ড (এয়ারবর্ন)-এর একজন মুখপাত্র জানান, ঢাকার হোটেলে মৃত অবস্থায় পাওয়া মার্কিন নাগরিক উত্তর ক্যারোলাইনার রেফোর্ডে বসবাসকারী ব্যক্তি নন।

নর্থইস্ট নিউজের প্রাপ্ত তথ্য অনুযায়ী, জ্যাকসন ১ম স্পেশাল ফোর্সেস কমান্ডের (এয়ারবর্ন) কমান্ড ইন্সপেক্টর জেনারেল ছিলেন এবং পরবর্তী দুই বছরের মধ্যে অবসর নেওয়ার পরিকল্পনা করছিলেন। তার লিঙ্কডইন পেইজে লেখা ছিল, তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন এবং এশিয়ার বিভিন্ন স্থানে যুদ্ধকালে মোতায়েন ও দায়িত্বে ছিলেন।

মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার লেফটেন্যান্ট কর্নেল অ্যালি স্কট ৪ঠা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নর্থইস্ট নিউজকে জানিয়েছিলেন যে, ঢাকায় কোনো অপারেশন এখন নেই এবং মৃত্যুর বিষয়ে মন্তব্য করার ক্ষমতাও তাদের নেই। বিস্তারিত তথ্যের জন্য তারা ঢাকার মার্কিন দূতাবাসের দ্বারস্থ হতে পরামর্শ দেন।

নর্থইস্ট নিউজ জানায়, জ্যাকসন বাংলাদেশের অবস্থানকালে অন্তত চার মাস ধরে বাংলাদেশি সেনা অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। প্রশিক্ষণের সময় তিনি প্রায়শই নাইন লাইন অ্যাপারেলসের টি-শার্ট পরতেন, যা ২০১৩ সালে বিশেষ ফোর্সেস অফিসার টাইলার মেরিট প্রতিষ্ঠা করেছিলেন। তার সঙ্গে অন্যান্য মার্কিন স্পেশাল অপারেশনস অফিসারও ছিলেন।

হোটেল সূত্র জানায়, জ্যাকসনের মৃত্যুর এক সপ্তাহ আগে ৫-৬ জন মার্কিন সেনা অফিসারকে ইউনিফর্মে হোটেলের লবিতে দেখা গেছে। তারা হোটেলের অতিথি ছিলেন। এদিকে অদ্ভুতভাবে, জ্যাকসনের লিঙ্কডইন পেজের সংবেদনশীল অংশ পরে মুছে ফেলা হয়েছে। যেখানে উল্লেখ ছিল, তিনি বর্তমানে ১ম স্পেশাল ফোর্সেস কমান্ডে কমান্ড ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পরবর্তী দুই বছরের মধ্যে অবসর নিতে চান।

নর্থইস্ট নিউজ আরো জানায়, অন্যান্য মার্কিন অফিসারও বাংলাদেশে থাকছেন এবং তারা বাংলাদেশি সেনা অফিসারদের প্রশিক্ষণ দিচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী এই উপস্থিতি সম্পর্কে অবগত থাকলেও, আইএসপিআর কোনো মন্তব্য করেনি। জ্যাকসনের ব্যক্তিগত জীবনে রেডিও-কন্ট্রোল (আরসি) বিমানপ্রেমী ছিলেন এবং অ্যারিজোনায় বসবাসরত বন্ধুদের সঙ্গে এই নিয়ে সময় কাটাতেন। তার অ্যারিজোনার বন্ধুরা তার মৃত্যুর খবরে শোকাভিভূত।

হোটেল কর্মীরা জানিয়েছেন, ২৭শে আগস্ট তিনি হোটেলে প্রবেশ করেন এবং বাইরেও যান। পরদিন (২৮শে আগস্ট) হোটেলের রেস্তোরাঁয় সকালের নাস্তা ও রাতের খাবার খান। ২৯শে আগস্ট তিনি বাইরে যান, তবে ৩০শে আগস্ট এবং ৩১শে আগস্ট একদম বের হননি। ৩১শে আগস্ট তার মৃতদেহ হোটেলকক্ষে পাওয়া যায়।

মৃত্যুর পর ঘটনা প্রকাশ হলে হোটেলে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। ফ্রন্ট ডেস্ক সব কর্মচারীকে ওই কক্ষে প্রবেশ না করার নির্দেশ দেয়। হোটেলের একটি সূত্র জানিয়েছে, সিনিয়র কর্মকর্তা কিছু জুনিয়রকে সতর্ক করেছিলেন যেন তারা বেশি কিছু জানতে চেষ্টা না করেন এবং মিডিয়াকে এড়িয়ে চলেন।

৩১শে আগস্ট দুপুর সাড়ে ১২টায় মার্কিন দূতাবাসের তিন কর্মকর্তা হোটেলে পৌঁছে হোটেল কর্মীদের বলেন, “আমাদের সঙ্গে সংশ্লিষ্টতার কথা কাউকে বলবেন না।” হোটেলের কর্মচারীরা  বলছেন, জ্যাকসনের মরদেহ তার বিছানায় “সম্পূর্ণ নগ্ন অবস্থায়” পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজের তথ্য অনুযায়ী, জ্যাকসন মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের একটি রাজ্যে জন্মগ্রহণ করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিনিরা কোথায় বিনিয়োগ করেছে তা দেখাতেই আয়োজিত হচ্ছে রোহিঙ

1

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভোট নিয়ে অনিশ্চয়তায় ৪৮% মানু

2

৬০০ কোটি টাকার হাসপাতাল এখন জুলাই আহতদের ‘আবাসিক হোটেল’

3

শেখ হাসিনার কথিত ‌‘লিকড অডিও’র রহস্য ফাঁস

4

দুই সমাবেশ স্থলেই মার খেলো এনসিপি, তাহলে গোপালগঞ্জ নিয়ে দ্বি

5

প্রেস সচিবের মিথ্যাচার এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মালয়েশ

6

জামায়াত-ইউনূসের যোগসাজশে ছড়ানো হচ্ছে গুজব, লাশ গুমের মাস্টার

7

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা: জামায়াত-শিবির জড়িত থাকায় এক বছরেও

8

বদলির আদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানকে অপসারণে লাগাতার কর্মস

9

আদালত পাড়া এখন মবের মুল্লুক

10

ইউনূসের মালয়েশিয়া সফরকে ঘিরে প্রবাসীদের কপালে চিন্তার ভাঁজ

11

সাজানো–গোছানো কক্ষ, চিকিৎসা সরঞ্জাম নেই, মাঝপথে সমাপ্ত স্বাস

12

পরিবেশবাদীর আড়ালে চাঁদাবাজি করা রিজওয়ানার এবার মব নিয়ে মি

13

ন্যায়বিচারের ধ্বংসলীলা: ইউনূসের নির্দেশে দেশে বইছে ভুয়া মা

14

মাইলস্টোন ট্র্যাজেডি: নিছক দুর্ঘটনা না কি সুপরিকল্পিত ষড়যন্ত

15

গ্যাঁড়াকলে ইউনূস, পলাতে চাইলেও মিলছে না অনুমতি

16

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

17

দেশে ধর্মভিত্তিক দলগুলোকে ভুলিয়ে খ্রিস্টান রাজ্য বানাতে মরিয়

18

ঢাকা ওয়েস্টিনে মার্কিন সেনা কর্মকর্তার রহস্যজন মৃত্যু, গোপন

19

আসিফের ব্যাগ থেকে পাওয়া গেছে একে-৪৭ এর অ্যামোনেশন ম্যাগজিন

20