Insight Desk
প্রকাশ : Oct 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মিডিয়া: শেখ হাসিনার বক্তব্য গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রতি তিনটি আন্তর্জাতিক মিডিয়াকে (রয়টার্স, এএফপি ও যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেনডেন্ট) সাক্ষাৎকার দিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম প্রকাশ্য সাক্ষাৎকার, যা আন্তর্জাতিক সংবাদ অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তার বক্তব্যকে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখেছে।

সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি দেশে ফিরতে চান, তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত সরকারের আমলে নয়। তিনি বলেন, “আমি দেশে ফিরতে চাই, তবে আপাতত ভারতে অবস্থান করব।” তিনি মনে করেন, দল নিষিদ্ধ করে নির্বাচন আয়োজন করা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করবে।

আওয়ামী লীগ এবং ভোটাধিকারের বিষয়েও শেখ হাসিনা বলেন, “কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে তা বৈধ নির্বাচন হতে পারে না।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের অংশগ্রহণ ও বৈধতা সংকুচিত হবে।

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের বিষয়ে তিনি কোনো ব্যক্তিগত দায় স্বীকার করেননি। তিনি বলেন, “আমি প্রতিটি প্রাণহানিতে শোকাহত, তবে আমি কোনো হত্যার আদেশ দিইনি। অধিকাংশ সহিংসতা ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনীর মাঠ পর্যায়ের অসংগতি থেকে।” জাতিসংঘের প্রতিবেদনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ বলা হলেও, তিনি দাবি করেছেন যে সংখ্যা অতিরঞ্জিত এবং সরকার প্রাণহানি কমানোর ব্যবস্থা নিয়েছিল।

রাজনৈতিক উত্তরাধিকার ও দলের ভবিষ্যৎ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “দলের ভবিষ্যৎ আমার পরিবারের ওপর নির্ভরশীল নয়। এটি জনগণের দল। বাংলাদেশের জন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতেই হবে। কোনো এক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না।” তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি চান মানুষ তাকে সেই নেতা হিসেবে মনে রাখুক, “যিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু এখন সেই অর্জনগুলো ঝুঁকির মুখে।”

আন্তর্জাতিক মিডিয়ার প্রতিক্রিয়াতেও এটি প্রতিফলিত হয়েছে। রয়টার্স লিখেছে, “শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। এটি আওয়ামী লীগের বৈধতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক বিতর্ক তৈরি করেছে।” দ্য ইন্ডিপেনডেন্ট মন্তব্য করেছে, “শেখ হাসিনা এমন এক নেতা, যার উপস্থিতি না থাকলেও তার অনুপস্থিতি রাজনীতিতে স্পষ্টভাবে অনুভূত হয়।” এএফপি জানিয়েছে, সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠন ও ভোটাধিকারের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে।

যদিও অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকার প্রচার নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, বাংলাদেশের কিছু মিডিয়া তার বক্তব্য গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। এছাড়া ভারতের সংবাদমাধ্যমগুলোও শেখ হাসিনার সাক্ষাৎকারকে নজরে রেখেছে, যা বাংলাদেশ-ভারত রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সরকার পতনের আন্দোলনের পর ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দেশ পরিচালনা করছেন ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যা আগামী ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর আগে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং দলটির সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে।

রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এমন পরিস্থিতিতে বিএনপি প্রধান বিরোধী দল হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ হাসিনা ভোটারদের বড় অংশকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনকে গণতন্ত্রবিরোধী ও আত্মঘাতী পদক্ষেপ হিসেবে দেখেন। আন্তর্জাতিক মিডিয়া, বাংলাদেশের কিছু মিডিয়া এবং ভারতের মিডিয়াও এই সাক্ষাৎকারকে রাজনীতির ভবিষ্যৎ ও গণতন্ত্রের পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে গুরুত্ব সহকারে প্রচার করেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইকে ব্যবহার করে বাংলাদেশকে লুটে খাচ্ছে ইউনূস ও সমন্বয়কের

1

সাবেক শিবির নেতাকে গ্রেপ্তারের জেরে ডিবি কর্মকর্তার ওপর নৃশং

2

ইউনূসে হতাশ বাংলাদেশ, জনপ্রিয়তা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার

3

ইউনূসের জঙ্গি সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাল শিক্ষার্থীরা

4

জামায়াত-ইউনূসের যোগসাজশে ছড়ানো হচ্ছে গুজব, লাশ গুমের মাস্টার

5

অন্তর্বর্তী সরকারের এক বছরে খুন ধর্ষণ বেড়েছে বহুগুণ

6

কোটার জায়গায় কোটা রইল, মেধার হলো না জেতা

7

ভিত্তিহীন অভিযোগে হয়রানি: ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপের

8

সংঘর্ষ-গুলি, গ্রেপ্তার ও মৃত্যু: গোপালগঞ্জ কি যুদ্ধ ক্ষেত্র

9

দুর্নীতিবাজ জঙ্গি উপদেষ্টা আসিফকে রুখবে কে

10

জঙ্গিবাদের ভয়াল থাবা, এবার বাংলাদেশের ভিসা বন্ধ করল আরব আমি

11

পুলিশ কন্ট্রোলরুমে বসে হত্যার নির্দেশ দিচ্ছিলেন আসিফ মাহমুদ

12

দলে ফিরলেন শামীম-নাঈম, ওয়ানডেতে প্রথমবার তানভির

13

দেশজুড়ে বাড়ছে হত্যা-ধর্ষণ, আতঙ্কিত মানুষ

14

আন্তর্জাতিক সহায়তা বিতর্কে ইউনুসের অন্তর্বর্তী সরকার

15

বাংলাদেশে সহিংসতার মাধ্যমে সরকার পতনে সহায়তা করে জাতিসংঘ!

16

জাতীয় পার্টিকে কিছুই করা হয়নি, শুধু ‘একটু দৌড়ানি’ দেওয়া হয়ে

17

রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল আওয়ামী লীগের, অবৈধ ইউনুস সরকারের প

18

২১ আগস্টের দাগি আসামিদের খালাস দিল ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট

19

৯ মাসে পুঁজিবাজারে মূলধন কমেছে ৫৪ হাজার কোটি টাকা

20