নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনির তরুণ ছাত্রলীগ কর্মী মো. রাকিব (১৭) বিএনপি-জামায়াতের হামলায় গুরুতর আহত হয়ে পুলিশের অবহেলায় মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। রাকিব ওয়ার্ড ছাত্রলীগের কর্মী এবং বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সেভেন মার্কেট এলাকায় স্থানীয় যুবদল নেতা লিটন ওরফে “জুতাচোর লিটন” এর নেতৃত্বে বিএনপি-জামায়াতের একদল কর্মী রাকিবের ওপর হামলা চালায়। তারা বেধড়ক মারধর করে তাকে গুরুতর আহত করে এবং পরে আকবর শাহ থানা পুলিশের হাতে তুলে দেয়।
পরিবারের দাবি, রাকিবের নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসা না দিয়ে সরাসরি জেলহাজতে পাঠায়। এতে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ২১ অক্টোবর ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান।
রাকিবের মৃত্যুর পর বিশ্ব কলোনি এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবার, স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতারা বলেন, “রাজনৈতিক হামলার শিকার রাকিবকে সময়মতো চিকিৎসা দিলে হয়তো তাকে বাঁচানো যেত।”
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়, “রাকিবের নামে মামলা না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার দেখানো ও চিকিৎসা না দেওয়া, এটি মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ।”
মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, একজন আহত কিশোরকে চিকিৎসা না দিয়ে কারাগারে পাঠানো প্রশাসনিক দায়িত্বহীনতার উদাহরণ। তারা ঘটনার স্বচ্ছ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের যে প্রবণতা চলছে, রাকিবের মৃত্যু সেই অমানবিক ধারাবাহিকতারই প্রতিফলন।
এ বিষয়ে আকবর শাহ থানা পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন