রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন (ক্রিটিক্যাল) বলে জানিয়েছেন মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান।
মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান জানিয়েছেন, আগের তুলনায় অবনতি ঘটেছে—তবে তিনি এখনো জীবিত।
শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার পর এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডা. তৌহিদুজ্জামান বলেন, “রাত ৮টার দিকে তোফায়েল আহমেদের অবস্থা হঠাৎ খারাপের দিকে চলে গিয়েছিল। রক্তচাপ ও পালস নেমে গিয়েছিল। পরে কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয়েছে, তবে সার্বিকভাবে তাঁর অবস্থা এখনও ক্রিটিক্যাল। আগের তুলনায় অবনতি ঘটেছে। তিনি এখনো জীবিত আছেন।”
গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়লেও পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ এসব খবরের সত্যতা অস্বীকার করেছে।
হাসপাতালে অবস্থানরত তাঁর সাবেক ব্যক্তিগত সহকারীও নিশ্চিত করেছেন যে, “স্যার এখনও লাইফ সাপোর্টে আছেন। কোনো কিছু ঘটলে বা পরিবর্তন হলে পরিবার থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
মন্তব্য করুন