Insight Desk
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতকে জাতীয় নির্বাচনে জয়ের গ্রিন সিগনাল দিয়ে দিলেন ইউনূস!

নিজস্ব প্রতিবেদক

ডাকসু নির্বাচনসহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের মডেল হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এরইমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচনে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরকে জিতিয়ে দেশে ইতিবাচক ভাবমূর্তি গড়তে চায় জামায়াত। আর এটিকে সমর্থন করছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাই স্বরাষ্ট্র উপদেষ্টা এ ধরনের বক্তব্য দিয়েছেন। 

ডাকসুতে চরম জালিয়াতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে জয় পেয়েছে দেশবিরোধী রাজনৈতিক দল জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র শিবির। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ভোট প্রত্যাখান করেছেন। ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। এছাড়া বামপন্থী প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসুও অভিযোগ করেছেন ভোটে নানা অনিয়ম-কারচুপির ঘটনা দৃশ্যমান। ভোট কারচুপির অভিযোগ এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও। 

কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করা হয়েছে। এই অভিযোগে কর্মকর্তা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বেগম রোকেয়া হলের ভোটাররা ভোট দিয়েছেন। এই কেন্দ্রে একজন ভোটারের ব্যালেট পেপারে দুই পদে টিক চিহ্ন দেওয়া ছিল বলে এক প্রার্থী অভিযোগ করেছেন। এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর এ কে এম নূর আলম সিদ্দিকী।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস পদপ্রার্থী আবু বাকের মজুমদার ‘‘ভোট কারচুপি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং’’ এর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, অমর একুশে হলের ভোটারদের ব্যালট বাক্স আগে থেকে ভর্তি ছিল। রোকেয়া হলের ঘটনাও তুলে ধরেন তিনি।কাদের বিরুদ্ধে এই অভিযোগ এমন প্রশ্নে তিনি জানান, যারা অনেক আগে থেকে রাজনীতিতে সক্রিয়। তারাই এরকম করতে পারেন। 

ইত্তেফাকের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ নিরপেক্ষ হয়েছে কি না- এ বিষয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মো. সজীব হোসেন আরও বলেন, গতকাল শহিদুল্লাহ হল এর ভোট প্রদান করি কার্জন হলে। যেখানে তিনটি প্রধান পদে নিম্ন রুপে ভোট প্রদান করেন ভিপি পদ প্রার্থী আবিদ, জিএস পদ প্রার্থী সম্রাট, এজিএস পদ প্রার্থী আশিকুর রহমান জীম। যার মধ্যে জিএস সম্রাটের ভোট ০ দেখানো হয়।  আমার প্রশ্ন আমি নিজ হাতে ভোট দিলাম আমার ভোট গেল কই?

ভোট গণনার মেশিন নিয়ে বিতর্ক

ডাকসু নির্বাচনে সবচেয়ে আলোচিত আরেকটি বিষয় ছিল ভোট গণনার মেশিন। জানা গেছে, জামায়াত সংশ্লিষ্ট এক প্রতিষ্ঠান থেকে কে না হয়েছে এই মেশিন। পরে বিতর্কের মুখে জাকসুতে ভোট হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সামাজিক মাধ্যম ফেসবুকে জাহিদ এফ সরদার সাদী নামের একজন একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এক মেশিন ফলাফল ঠিক দিয়েছে, আরেক মেশিন ফলাফল ভুল দিয়েছে। ঐ মেশিনে কিন্তু দেখা যাচ্ছে জামায়াতের গুপ্ত শাখার সভাপতি ভিসি নিয়াজের লোক দাড়ি-পাঞ্জাবিওয়ালা বট বাহিনী বসে আছে, ফলাফল তো ভুল হবেই গত ১৭ বছরে হাসুবুবুর ভোট চুরির কেরামতি শিখে আসছে না গুপ্তরা?”

তার প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, নির্বাচনের সাথে সংশ্লিষ্ঠ একজন শিক্ষিকা (সম্ভাব্য) এর সাথে কথা বলছেন ভিডিও করা সেই ব্যক্তি। তাদের কথোপকথনে স্পষ্ট যে ভোট গণনার একটি মেশিন ক্রটিপূর্ণ সেই ভোট গণনা কক্ষের। যে ভিডিওটি মুহুর্তেই ব্যাপক ভাইরাল হয়েছে আর আমপাবলিকও নানা ধরণের মন্তব্য করছেন। 

এই ভিডিও ছাড়াও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যে ভিডিও’র ক্যাপশনের লেখা হয়েছে, ‘এই নেন ভোট জালিয়াতির প্রমাণ। সুস্পষ্ট ইলেকশন ইন্জিনিয়ারিং।’ প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, সেখানে ভোট গণনার মেশিনে দেখা যাচ্ছে ১২টার পর একটা ক্রস আর ম্যানুয়ালি ৫টার পর একটা ক্রস। অর্থাৎ এখান থেকে বোঝা যায় ভোট গণনার এই মেশিনও ক্রুটিপূর্ণ। 

জাকসুর পরিস্থিতি আরও ভয়াবহ 

‘ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই হয়ে গেছে’ বলে অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক শিক্ষার্থী। বৃহস্পতিবার শহীদ রফিক-জব্বার হলের ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম মো. রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

তিনি বলেন, ‘আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, আমি কোনোদিন ভাবিনি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় হল ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ভোট বর্জন করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল—‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল—পুনর্নির্বাচনের দাবি জানায়। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভোট বর্জন করেন।

সংবাদ সম্মেলনে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান লিখিত বক্তব্যে বলেন, “এই নির্বাচন যথাযথ প্রক্রিয়া মেনে হচ্ছে না। আমরা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি। মধ্যরাতে পোলিং এজেন্ট রাখার অনুমতি দেওয়া হলেও সকালে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। রোকেয়া হলসহ অনেক হলে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আমরা এই অনিয়মের নির্বাচন বয়কট করছি এবং সুষ্ঠু প্রক্রিয়ায় নতুন তফসিল ঘোষণাসহ পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।”

এর আগে বিকেলে ছাত্রদল প্যানেলও ভোট বর্জনের ঘোষণা দেয়। তাদের বিবৃতিতে বলা হয়, “আমরা সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলাম, কিন্তু ভোটগ্রহণের সময় বিভিন্ন অসঙ্গতি আমাদের হতাশ করেছে। প্রশাসন ফ্যাসিবাদী কায়দায় আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে।” সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের ভিপি পদপ্রার্থীসহ অন্যরা ক্যাম্পাস ত্যাগ করেন।

এদিকে, ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন রয়েছেন। পূর্বে ১৪টি পদ থাকলেও সংশোধিত গঠনতন্ত্রে তা বাড়িয়ে ২৫টি করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপিপন্থি তিন শিক্ষক। তারা হলেন- অধ্যাপক নাহরিন ইসলাম খান, অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা। 

দায়িত্ব থেকে সরে দাঁড়ানো শিক্ষক অধ্যাপক শামীমা সুলতানা অভিযোগ করেন, নির্বাচন কমিশন থেকে যেভাবে ব্যালট বাক্সগুলো পাঠানোর কথা ছিল, সেভাবে কিন্তু পাঠানো হয়নি। তারা এ নির্বাচনকে হালকাভাবে নিয়েছে। নির্বাচনের দিন নতুন নতুন ভোটার তৈরি করা হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো। আজকের নির্বাচনটা ছিল সাজানো নাটক। এ জন্য আমরা বর্জন করেছি।

এসব নির্বাচন কী ইঙ্গিত দিচ্ছে 

সংশ্লিষ্টরা বলছেন, জামায়াত চাইছে দেশের ছাত্র-সংসদ নির্বাচনে শিবিরকে জিতিয়ে আনতে। তাহলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার দিকে আরও এগিয়ে যাবে। আর এতে মদদ দিচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। কারণ দেশজুড়ে এখন তরুণেরা জামায়াত নেশায় মগ্ন। বিশ্লেষকদের মতে, তরুণ প্রজন্মকে কাজে জামায়াত নিজেদের সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে। এদিকে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার বদলে যদি একটি পক্ষকে সুবিধা দেওয়া হয়, তবে তা বড় রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে।

তারা আরও বলছেন,  যদি ডাকসু–জাকসুর মতো নির্বাচনে আস্থাহীনতা তৈরি হয়, তবে জাতীয় নির্বাচনে জনগণ আরও বেশি আশঙ্কিত হবে। ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে যেসব অনিয়ম ও প্রশ্ন উঠেছে, তা নিছক ক্যাম্পাস রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এর মধ্যেই ফুটে উঠছে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের দিকনির্দেশনা। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে জাতীয় নির্বাচন হবে কারচুপি ও ইঞ্জিনিয়ারিংয়ের মডেল, যেখানে ভোটারের আস্থা থাকবে না। আর যদি এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে দেশের পুরোটাই চলে যেতে পারে পাকিস্তানপন্থীদের হাতে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস সরকারের ছত্রছায়ায় জঙ্গিবাদে শিশু-কিশোররাও, দেশে বাড়ছে

1

এনসিপি নেতাদের কক্সবাজার সফর: নেপথ্যে বোয়িং চুক্তিতে ২৫% কমি

2

জাতিসংঘের চক্রান্তে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানীর ঘটনা

3

হোলি আর্টিজান হামলা ও ৯ বছর পর জঙ্গি নিয়ে বিতর্ক: সরকার কি চ

4

দেশ কব্জায় আরও এগিয়ে গেল আমেরিকা, ইউনূসের প্রতারণা ফাঁস

5

শিক্ষা কাঠামোকে নষ্ট করে দেশ ধ্বংসে মেতেছে ইউনূস গং

6

আমেরিকার খায়েশ মেটাতে বলির পাঁঠা বানানো হচ্ছে বাংলাদেশি সেনা

7

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

8

শেষ সময়ে হরিলুট চালাচ্ছে ইউনূস বাহিনী

9

মবের পর এবার হত্যাকাণ্ডকে বৈধতা দিল ইউনূসের প্রেস উইং

10

জামায়াত-ইউনূসের যোগসাজশে ছড়ানো হচ্ছে গুজব, লাশ গুমের মাস্টার

11

ইউনূসের প্রতিশ্রুতি ভাঙলেন খলিল; স্ত্রীকে ট্রাস্টি বানিয়ে ই

12

জঙ্গিবাদের উত্থানে দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন

13

ইউনূসের আশকারায় মবের রাজ হাসনাত, রুখবে কে?

14

মব উস্কে দেশ ধ্বংসের নীলনকশা করেছে ইউনূস গং

15

বাংলাদেশের মানবাধিকার সংকট: কণ্ঠরোধ, স্বাধীনতা হরণ, সর্বত্র

16

ঠান্ডা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি, নেপথ্যে অর্থনীতিবিদ ইউনূস

17

জাতিসংঘের মিশন চালুর সিদ্ধান্ত থেকে দৃষ্টি সরাতেই উত্তরায় বি

18

বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে অ্যামোনেশন ম্যাগজিন শনাক্ত

19

বাংলাদেশের চলছে নারীদের বিরুদ্ধে গোপন যুদ্ধ

20