Insight Desk
প্রকাশ : Jul 26, 2025 ইং
অনলাইন সংস্করণ

জেনারেল ওয়াকার উজ জামানের সিদ্ধান্তহীনতায় বিপদে জাতি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সবচেয়ে আলোচিত ও সমালোচিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। স্বাধীনতার পক্ষের বহু মানুষের প্রত্যাশা ছিল— শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেও তিনি দেশকে স্বাধীনতাবিরোধীদের হাতে ছেড়ে দেবেন না। কিন্তু সেনাপ্রধানের সিদ্ধান্তহীনতার কারণে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত।

সূত্র বলছে, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের সময়ও হতাহত যা না হয় তার দায়িত্ব ওয়াকারকে দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু তখন তিনি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হন। একইভাবে গত বছরের ৫ আগস্টের আন্দোলন ও সংঘাতকালীন সময়েও বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়নি। বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে ওয়াকার দেশবিরোধী জামায়াত-শিবিরের মতো চক্রকে কাছে টেনে নেন।

পরবর্তীতে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে সরকার গঠনের পর দেশে বেড়ে যায় মব সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা। ভেঙে ফেলা হয় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ম্যুরাল ও স্থাপনা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে মোট ১ হাজার ৯৩০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২৯৪, ফেব্রুয়ারিতে ৩০০, মার্চে ৩১৬, এপ্রিল ৩৩৬, মে ৩৪১ এবং জুনে সর্বোচ্চ ৩৪৩ জন নিহত হন।

এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই জেনারেল ওয়াকার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে’’। কিন্তু বাস্তবতা বলছে, নির্বাচন নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই। এখানেও সেনাপ্রধানের সিদ্ধান্তহীনতা ও দুর্বল নেতৃত্ব স্পষ্ট হয়ে উঠছে।

জনগণ এবং বিশ্লেষকদের মতে, তার নেতৃত্বে সেনাবাহিনী আজ কার্যত একটি আনসার বাহিনীর মতো পরিণত হয়েছে। সেনা সদস্যরা ক্যান্টনমেন্ট ছেড়ে গলিতে পাহারা দিচ্ছে—যা বাহিনীর মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত তথাকথিত ছাত্রনেতৃত্বাধীন একটি শান্তিপূর্ণ সমাবেশে সেনাবাহিনীর গুলিতে ১০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী এই ঘটনায় দেশবিরোধী চক্রের ইঙ্গিতেই সরাসরি সাধারণ মানুষের ওপর আঘাত হানে।

এছাড়াও ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সৃষ্টি হয় বিতর্ক। অভিযোগ রয়েছে—ওই ঘটনায় সেনা সদস্যরা সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করেছেন এবং কিছু মরদেহ গুম হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন স্বজনরা।

সেনাপ্রধানের সিদ্ধান্তহীনতা কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, দেশের কূটনৈতিক অবস্থানেও নেতিবাচক প্রভাব ফেলছে। গত মাসে পাকিস্তান সেনাবাহিনীর তিনজন ব্রিগেডিয়ার ঢাকায় এসে বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের রামুতে অবস্থিত ১০ম পদাতিক ডিভিশনের ঘাঁটি পরিদর্শন করেন। এটি বর্তমানে আরাকান আর্মিকে সহায়তার ঘাঁটি হিসেবে চিহ্নিত—ফলে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে।

সার্বিকভাবে, দেশের বর্তমান অস্থিরতা ও নিরাপত্তাহীনতার পেছনে জেনারেল ওয়াকার-উজ-জামানের সিদ্ধান্তহীন নেতৃত্ব একটি বড় কারণ হিসেবে দেখা দিচ্ছে বলে মত বিশ্লেষকদের। তারা বলছেন, জেনারেল ওয়াকার-উজ-জামান এমন এক সময় সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন, যখন দেশ রাজনৈতিক, সামাজিক ও কূটনৈতিকভাবে গভীর সংকটে। এই সময়ে সেনাবাহিনীর ভূমিকা হওয়া উচিত ছিল নিরপেক্ষ, পেশাদার এবং সংবিধানসম্মত। কিন্তু বাস্তবে আমরা দেখছি— সেনাবাহিনী কখনো চুপচাপ, আবার কখনো পক্ষপাতমূলক আচরণ করছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে গোপালগঞ্জের মতো ঘটনায় সেনাবাহিনীর গুলিচালনা জনগণের আস্থা ও বিশ্বাস মারাত্মকভাবে নষ্ট করেছে। জেনারেল ওয়াকারের সিদ্ধান্তহীনতা এখন শুধু সেনাবাহিনী নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের ভারসাম্যকেই প্রশ্নবিদ্ধ করছে।

বিশ্লেষকেরা আরও বলেন, সেনাবাহিনী যদি বারবার রাজনৈতিক ও মতাদর্শগত জটিলতায় জড়িয়ে পড়ে, তাহলে ভবিষ্যতে এটি একটি পেশাদার বাহিনী হিসেবে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্

1

ইউনূসের ফাঁদে পা দিল বিএনপি

2

জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক নিয়ে ইসি-কে সরোয়ার তুষা

3

৭৫ থেকে ২৪ একই সূত্রে গাঁথা

4

মব ভায়োলেন্সে প্যারালাইজড দেশের গণমাধ্যম

5

মুদি দোকানে এক মাসের বিদ্যুৎ বিল সাড়ে ১৩ লাখ টাকা!

6

পুলিশ হেফাজতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু: পরিবারের দাবি পরিকল্

7

থানায় প্রশ্নপত্রের ট্রাংক খোলা: রাজশাহীতে এইচএসসির একটি প্রশ

8

ফের জাতির সঙ্গে প্রেস সচিবের প্রতারণা: মালয়েশিয়ায় শ্রমিক সুব

9

মন্দির অপসারণ না হলে ভেঙে ফেলার হুমকি মুসল্লীদের

10

কাশিমপুরে বন্দিদের খাবারে বিষ মেশানোর অভিযোগ, ভিন্নমত দমনের

11

জামায়াতকে জাতীয় নির্বাচনে জয়ের গ্রিন সিগনাল দিয়ে দিলেন ইউনূস

12

জুলাই: বাংলাদেশে জঙ্গিবাদের পুনরুত্থানের মাস

13

ইউনূসের হাজার কোটি টাকা কর ফাঁকির খবর গায়েব

14

পিটার হাস-ইউনূস মহেশখালী কানেকশন, ভূ-রাজনীতির নতুন খেলা শুরু

15

ইউনূসের নেতৃত্বে হাঁটুভাঙা প্রতিষ্ঠানে পরিণত দুদক

16

নেত্রকোনায় থানার পাশেই মুদি ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

17

ইউনূস গংয়ের জঙ্গি কার্যক্রমের খেসারত দিচ্ছে প্রবাসীরা

18

মব পেল বৈধতা, ইউনূসের নেতৃত্বে রক্তাক্ত বাংলাদেশ

19

তিন বাহিনীকে নিয়ে জাতির সঙ্গে ইউনুসের প্রেস উইংয়ের মিথ্যাচ

20