Insight Desk
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

কণ্ঠরোধ করে ফ্যাসিজম প্রতিষ্ঠা করছেন ইউনূস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বর্তমানে যেকোনো মত প্রকাশকে হুমকি হিসেবে গণ্য করা হচ্ছে। দেশের অন্তর্বর্তী সরকার বাকস্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এটিকে উচ্চ অপরাধ হিসেবে বিবেচনা করছে। ফলে ভিন্নমত প্রকাশকারীরা নিষ্পেষিত হচ্ছেন। বিশেষজ্ঞ এবং মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই নীতি দেশে ফ্যাসিবাদী প্রবণতার উত্থানের ইঙ্গিত দিচ্ছে। সরকারের এই পদক্ষেপে মুক্ত চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভাষণ নিষিদ্ধ, গণতন্ত্রের কণ্ঠরোধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দিলে, সরকার প্রতিক্রিয়া জানায় নীরবতার মাধ্যমে। একটি বিশেষ ট্রাইব্যুনাল তার ভাষণ প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে। সব গণমাধ্যম থেকে তা মুছে ফেলতে নির্দেশ দিয়েছে। কারণ হিসেবে বলা হয় চলমান বিচারকাজে হস্তক্ষেপের আশঙ্কা।

সাংবাদিক পরিচয় বাতিলের গণআঘাত

এদিকে এই তত্ত্বাবধায়ক সরকার একযোগে ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে। এটি কার্যত তাদের সরকারি কর্মকাণ্ড কাভার করার অধিকার থেকে বঞ্চিত করেছে। অধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে রাষ্ট্রীয় সেন্সরশিপ বলে নিন্দা জানিয়েছে।

এছাড়া নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট সিএসএ)-এর অধীনে ভিন্নমত প্রকাশ মানে আইনি আত্মহত্যা। অস্পষ্টভাবে লেখা ধারাগুলো ব্যবহার করে কাউকে গ্রেফতার করা হচ্ছে "ধর্মীয় অনুভূতিতে আঘাত," "মিথ্যা প্রচারণা," বা "জাতীয় ভাবমূর্তিকে হুমকি" দেওয়ার অভিযোগে। এসব অপরাধের শাস্তি কয়েক বছরের কারাদণ্ড। সংস্কারের দাবি থাকলেও, মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি কেবল আগের দমনমূলক আইনগুলোর নতুন রূপ।

লেখক, সাংবাদিক ও বই এখন যুদ্ধক্ষেত্র

কবি, প্রাবন্ধিক ও সাংবাদিকরা—যারা একসময় জাতির বিবেক ছিলেন। তারা এখন গ্রেপ্তার ভয়ভীতি ও হামলার মুখোমুখি। মানবাধিকার সংগঠনগুলো সাংবাদিকদের ওপর সহিংস হামলার তথ্য প্রকাশ করেছে। শরীয়তপুরে এক সাংবাদিককে হাসপাতালের গাফিলতি নিয়ে রিপোর্ট করার পর হাতুড়ি দিয়ে পেটানো হয়। অন্যদের বাঁশ-লাঠি দিয়ে পেটানো হয়। অনেকক গুলির মুখেও পড়তে হয়েছে।

মিডিয়া ব্যক্তিত্বদের ওপর চড়াও সরকার

সাংবাদিকদের আদালতে দাঁড় করানো হচ্ছে নিয়মিতভাবে। সম্পাদক নাসিমা খান মন্টি, তার স্বামী ও দুই মেয়ের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ব্যাংক তদন্ত চাপানো হয়েছে। অন্যান্য সাংবাদিক যেমন জুলফিকার আলী মানিক ও সুমি খানও তাদের অনুসন্ধানী প্রতিবেদনের কারণে হামলা ও মামলার শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে চরমপন্থী সংগঠন হামলা চালাচ্ছে। এছাড়া রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ভয়ের প্রভাব গভীরতর

আত্মনিয়ন্ত্রণ বা সেলফ সেন্সরশিপ এখন আর ইচ্ছার বিষয় নয়—এটি টিকে থাকার শর্ত। নাগরিক সমাজের সংগঠনগুলো সতর্ক করছে, বই, ভাষণ এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমের সাধারণ পোস্টকেও এখন অস্ত্র হিসেবে গণ্য হচ্ছে। "ডিবি রিভিউ কমিটি," যা পাঠ্যবস্তু যাচাইয়ের জন্য গঠিত হয়েছে, সেই শঙ্কাকে বাস্তবে রূপ দিচ্ছে। পড়া ও লেখা এখন সম্ভাব্য অপরাধ হিসেবে দেখা হচ্ছে।

নীরবতার আতঙ্ক

বিশ্লেষকদের মতে, যখন ভাষাই বেআইনি হয়ে যায়, তখন গণতন্ত্র অন্ধকারে মারা যায়। বাংলাদেশের শব্দের ওপর দমন অভিযান চালাচ্ছে।এটি দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল সেন্সরশিপ নয়—এটি ভিন্নমতকে পদ্ধতিগতভাবে মুছে ফেলার প্রচেষ্টা।

বাংলাদেশ ঝুঁকছে এমন এক দেশে পরিণত হওয়ার পথে যেখানে নীরবতা আরোপিত। আর মানুষ? তারা মূল্য দিচ্ছে তাদের কণ্ঠস্বর দিয়ে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসের হাজার কোটি টাকা কর ফাঁকির খবর গায়েব

1

উচ্চ সুদহারে ঝুঁকিতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান

2

চাঁদাবাজ রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

3

কারা ও পুলিশ হেফাজতে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা

4

ইউনূসের এক বছরে দেশ অন্ধকারে, অর্থনীতি ধ্বংস

5

জুলাইকে ব্যবহার করে বাংলাদেশকে লুটে খাচ্ছে ইউনূস ও সমন্বয়কের

6

তবে কি করিডোর নিয়ে বিএনপির সমর্থন আদায় করলেন ইউনূস?

7

চাঁদাবাজির টাকায় চলছে এনসিপির রাজনৈতিক খেলা

8

সিলেটে প্রকাশ্যেই পাথর লুট করছে বিএনপি নেতারা, প্রশাসনের নীর

9

যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে

10

জাতিসংঘের চক্রান্তে বাংলাদেশে সহিংসতা ও প্রাণহানীর ঘটনা

11

ইসহাক দারের সফরের পর একাত্তরের গণহত্যার দায় ধামাচাপা দিতে উঠ

12

ইউনুস গংদের দ্বৈত নাগরিকত্বই দ্বিচারিতার মূল কারণ

13

মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন বিভুরঞ্জনকে নাজেহাল হতে হয়েছে

14

তবে কি সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ

15

আওয়ামী লীগের ১১৫ এমপি-মন্ত্রীকে জেল হত্যার ভয়াবহ ষড়যন্ত্র!

16

ইউনূসের পরিকল্পনায় বাংলাদেশ কী নতুন ৭১-এর মুখোমুখি

17

ইউনূসের নেতৃত্বে হাঁটুভাঙা প্রতিষ্ঠানে পরিণত দুদক

18

নসিপি ও বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে নিরাপদ নয় নারী নেত্রীরা

19

জামায়াতকে জাতীয় নির্বাচনে জয়ের গ্রিন সিগনাল দিয়ে দিলেন ইউনূস

20